উৎপল দত্ত: নারীকে উর্বর হতে হবে। তাহলে সে সম্পূর্ণ। নারী বিশ্বজয় করতে পারে, তারপরও তার যোগ্যতায় খামতি থাকে।
এই সমাজে একজন নারী প্রতিষ্ঠা পায় যখন সে সন্তান ধারণ করতে সক্ষম। সেই নারী উর্বর, চর্মসার, খাঁটো-লম্বা যাই হোক না কেন, তাকে উর্বর, হতে হবে। নারী বিশ্বেও প্রতিষ্ঠা পেতে পারে কিন্তু ব্যাক্তিগত জীবনে সমাজে সে উপেক্ষিত। কারণ সমাজ পিতৃতান্ত্রিক।
ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বকে সমাজ অভিশাপ মনে করে। একজন বন্ধ্যা নারী একজন অসম্পূর্ণ’ নারী – এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বললেন মোনা সিং।
‘প্রেগা নিউজ’একটি প্রেগনেন্সি টেস্ট কিট। ব্র্যান্ড অভিনেত্রী মোনা সিংকে নিয়ে একটি নতুন বিজ্ঞাপনী সংস্থার নির্মিত বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে। টেস্ট কিট ‘প্রেগা নিউজ’ এর মেসেজে প্রতিটি নারী তাদের অন্তর্গত বিষাদকে খুঁজে পেয়েছে। আ্যড ফিল্মটির শিরোনাম ‘সি ইজ কমপ্লিট ইন হারসেলফ’।
নারী দিবসকে সামনে রেখে অ্যাড ফিল্মটি নির্মাণ করা হয়েছে। একজন দায়িত্বশীল গৃহিনী লতা সুখী ছিলো পরিবারে। লতা সবার খাতির-যত্ন করতো, পরিবারে একজন গৃহিনীর সকল দায়িত্ব পালন করেও সে ছিলো অসুখী – এক পর্যায়ে দেখা যায় লতা সম্পূর্ণ সুখী। এই সুখ তাকে এনে দিয়েছে ‘প্রেগা নিউজ’, প্রেগন্যান্সি টেস্ট কিট। লতা পালকের মতো উড়ছে।
গত রবিবার ইউটিউবে পোস্ট করার পর অ্যাড ফিল্মটির ১.৭ মিলিয়ন ভিউ হয়ে গেছে। আ্যড ফিল্মটির সোশ্যাল মেসেজের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
সোশ্যাল মিডিয়ায় একজনের মন্তব্য, আজ সকালে আমি সুখি ছিলাম। আজ আমার কান্না পায়নি।