বিনোদন ডেস্কঃ টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এবং নিখিল জৈন এর সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে এ নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি নুসরাত-নিখিল। এর মধ্যেই জানা যায় বিবাহবিচ্ছেদ চেয়ে চলতি সপ্তাহেই নুসরাত জাহানকে নোটিশ পাঠিয়েছেন তার স্বামী নিখিল জৈন।
তবে নুসরাত জাহান বলেন ‘এমন কোনো নোটিশ আমি পাইনি।’ এমনকি ক্রেডিট কার্ড ব্যবহারের যে তথ্য প্রকাশ হয়েছে সেটিও ভুয়া বলে দাবি করা হয়েছে নুসরাতের পক্ষ থেকে।
ডিভোর্স প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমকে নিখিল জানান, এই বিষয়ে এখনই কিছু বলতে চান না। যা বলার তিনি পরে বলবেন। এদিকে, নুসরাত-নিখিলের চ্যাপ্টার এখানেই ক্লোজ কি না সে বিষয়ে জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
২০১৯ সালের শুরু দিকে বেশ আলোচনায় ছিলেন নুসরাত-নিখিল। তুরস্কের বোদরুমে রূপকথার বিয়ে সেরেছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নের রেশ খুব শিগগিরই কেটে যায়। শোনা যায়, বছর দেড়েক আগে নিখিলের সঙ্গে বিবাদের কারণে মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরাত।