ডেস্ক রিপোর্ট: একটি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকাবাসী। হামলার আগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া বাজারে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিরোধে জড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয়রা। এ নিয়ে সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। এরপর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এলাকাবাসী।
হামলায় ৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ ৪২তম ব্যাচের শিক্ষার্থী রুবেলের মাথা ফেটে গেছে। জাবি মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জড়ো হয়েছেন।
ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত রেখেছি। আর যারা গেরুয়ার বিভিন্ন বাসায় আটকা পড়েছে তাদের উদ্ধার করার চেষ্টা করছি। পুলিশের প্রতি আহ্বান তারা যেন স্থানীয়দের শান্ত রাখেন।