ডেস্ক রিপোর্ট: গত বছরের জুনে লাদাখ সীমান্তে ভারতের সেনাদের সাথে ভয়াবহ সংঘর্ষে চার সেনা নিহতের কথা স্বীকার করেছে চীন। হিমালয় সীমান্ত এলাকায় চীনের সাথে সংঘর্ষে ভারত ২০ জন সেনা নিহতের কথা জানালেও এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেনি চীন। ভারত-চীনের মধ্যে গত ৪৫ বছরের মধ্যে এটিও ছিল সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। খবর আল জাজিরার।
শুক্রবার চীনের সেনাবাহিনী প্রথমবারের মত লাদাখের সংঘর্ষে তাদের সেনাদের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করলো।
২০২০ সালের ১৫ জুন তিব্বতের বিপরীতে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভয়াবহ সেই সংঘর্ষের জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করে আসছে। সেদিন দুই দেশের সেনারা পাথর,লোহার রড ও পেরেক বসানো মুগুর দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। যদিও কোন পক্ষই গুলির ব্যবহার করেনি।
সেসময় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করলেও কতজন সৈন্য নিহত হয়েছিল সে বিষয়ে কিছুই জানায়নি বেইজিং।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে “বিদেশী সেনাবাহিনীর” চুক্তি লঙ্ঘন করে চীনা সীমান্তে অনুপ্রবেশ হিসেবে উল্লেখ করেছে। চীনের সেনারা ভয়াবহ লড়াই করেছেন বলেও জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চীনের সেনাবাহিনীর পিপলস লিবারেশন আর্মির সংবাদপত্রে চার সেনাকে শহীদ হিসেবে অভিহিত করা হয়েছে।