আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ বলেন, “ভোটাররা তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আবারো ক্ষমতায় নিয়ে এসে দেশকে অগ্নি পরীক্ষায় ফেলবেন না।”
স্থানীয় সময় গত মঙ্গলবার পাকিস্তানের ওয়াজিরাবাদে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি আরো বলেন, আমাদের দেশ ক্লান্ত হয়ে পড়েছে। প্রিয় নির্বাচকরা, পাকিস্তানের সাথে আবারো এমন করবেন না … নির্বাচকরা খারাপ কোনো লোককে নির্বাচন করলে আমার খারাপ লাগে। কারণ দিনশেষে দেশটি আমাদেরই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে মরিয়ম নওয়াজ আরো বলেন, “ওয়াজিরাবাদের পুলিশ ও প্রশাসনকে বলছি… আমি জানি আপনারা হতাশ হয়েছেন। কিন্তু, পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি দেশের পরিবর্তে, জনগণের পরিবর্তে অন্য কারো সেবা করার চেষ্টা করেন, ভোট চুরি করার চেষ্টা করেন এবং হেরে যাওয়া কোনো ব্যক্তিকে জয়ী দেখানোর চেষ্টা করেন; তাহলে মনে রাখবেন- ইমরান খান একবার ক্ষমতায় এসেছেন কিন্তু পাঞ্জাব অন্তত তাকে (ইমরান খান) আর ক্ষমতায় বসতে দেবে না। মৌলিক সুবিধা না পেয়ে কৃষক থেকে শুরু করে শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ীরা হতাশ।”
সাধারণ জনগণকে মরিয়ম প্রশ্ন করেন, “পিটিআই সরকার যে এক কোটি চাকরির এবং ৫০ লাখ বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখান থেকে কেউ চাকরি বা বাড়ি পেয়েছে কি না?”