খান হাসিব: আমরা বর্তমানে যে আমেরিকাকে চিনি তা এতো সহজে তৈরি হয়নি। সে সময় ব্রিটিশরা আমেরিকার তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে বার বার রক্তাক্ত লড়াইয়ের মাধ্যমে তারা স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। আর এই লড়াইয়ে অন্যতম প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে বাঙ্কার হিলের যুদ্ধ।
সে সময় ম্যাসাচুসেটসের চার্লসটন উপদ্বীপের নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ উপনিবেশ সেনা ও স্থানীয় সেনাবাহিনীর মধ্যে এই লড়াই সংঘটিত হয়েছিল।
আজ এই যুদ্ধের আরও ৫টি ঐতিহাসিক তথ্য দ্বিতীয় পর্বে দৈনিক এইদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো…
১. আমেরিকানরা ‘ব্রিড হিলে’ একটি দুর্গ তৈরি করতে চেয়েছিল, কিন্তু দুর্গের মাত্র অর্ধেক কাজ শেষ হওয়ার আগে ব্রিটিশ বাহিনী সেখানে আক্রমণ চালায়!
যেদিন দুর্গ তৈরির প্রায় আধা অংশের কাজ শেষ হয় সেদিন ভোর ৫টার দিকে ব্রিটিশরা গুলি বর্ষণ শুরু করে। এ সময় আমেরিকানরা প্রায় অপ্রস্তুত অবস্থায় ছিল।
এই ঘটনাটি পিটার ব্রাউন নামে এক আমেরিকান সেনা চিঠি লিখে তার মাকে জানায়। চিঠিতে উল্লেখ করা হয় কিভাবে তারা সেই অর্ধ-সমাপ্ত দুর্গে অবস্থান নিয়ে নিজেদের রক্ষা করে।
২. বাঙ্কার হিলের যুদ্ধকে জঙ্গি বিদ্রোহের ঘটনা বলে মন্তব্য করেন গ্রেট ব্রিটেনের রাজা জর্জ (৩)!
রাজা ঘোষণা করেন, এই বিদ্রোহীরা সবাই দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক। বিদ্রোহীদের ব্রিটিশ আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।
এ সময় সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই বিদ্রোহ প্রতিরোধ ও দমন করতে ব্রিটিশ বাহিনীকে নির্দেশ দেন রাজা জর্জ।
৩. যুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের রেডকোটস (redcoats) বলে ডাকা হতো!
ওই সময়ের আমেরিকান কিছু দলিল দস্তাবেজে পাওয়া যায়, লাল রঙের ইউনিফর্ম ব্যবহার করার কারণে ব্রিটিশদের এই নাম দেয়া হয়!
তবে ব্রিটিশরা তাদের ইউনিফর্মে কেনো লাল রঙ বেছে নিয়েছিল?
এই বিষয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় মতবাদ হচ্ছে, সে সময় লাল রঙ অন্য যেকোনো রঙের চেয়ে বেশি সস্তা ছিল। এছাড়া সম্মুখ যুদ্ধে এবং কুয়াশার মধ্যেও লাল রঙ সহজে চেনা যায়। একারণে তারা লাল রঙের ইউনিফর্ম বেছে নিয়েছিল।
তবে ওই যুদ্ধে আমেরিকান বাহিনীর নির্দিষ্ট কোনো ইউনিফর্ম ছিল না।
৪. এই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর ব্যবহার করে প্রায় বাতিলের খাতায় ফেলে দেয়া অস্ত্র দিয়ে আমেরিকানরা লড়াইয়ে অবতীর্ণ হয়!
যুদ্ধে প্রতিটি ব্রিটিশ সেনা বেয়োনেটসহ ভাল মানের অস্ত্র দ্বারা সজ্জিত ছিল। আমেরিকানদের কাছে অল্প কিছু বেয়োনেটযুক্ত অস্ত্র ছিল, বাকিরা বিকল্প কিছু স্থানীয় অস্ত্র ব্যবহার করেছিল।
৫. এই যুদ্ধের পর ব্রিটিশ সেনাবাহিনী ‘বাঙ্কার হিল’ ও ‘ব্রিডস হিল’কে সুরক্ষিত করে ফেলে!
অনেক গুরুত্বপূর্ণ সেনাদের হারিয়ে ব্রিটিশরা জয়ী হয়, একারণে বোস্টনে নিয়ন্ত্রণ রাখতে তারা এই দুই পাহাড় সুরক্ষিত করে ফেলে!