আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিজ দলের নেত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ফেনীতে বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ফেনীর দাগনভূঞা উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে তার চাচাতো দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনার পরদিন সোমবার জাহাঙ্গীরকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন নির্যাতনের শিকার নারী।

মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আলীপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৩৯)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে চাচাতো দেবর জাহাঙ্গীর আলম সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় ভাবীর চিৎকারে বাড়ি অন্যান্য লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও সে সুকৌশলে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী বলেন, দেড় বছর আগে প্রবাসে তার স্বামী মৃত্যুবরণ করেন। তার পর থেকে প্রায়ই বিদেশ থেকে তাকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে জাহাঙ্গীর। দুই মাস আগে সে দেশে এসে বিয়ের প্রস্তাব দেয় এবং বিভিন্ন সময় তাকে বিয়ের আশ্বাস দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে এবং নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *