খান হাসিব: সারা বিশ্বজুড়ে যেকোনো গল্পের কেন্দ্রবিন্দুতে পৌরাণিক লোককাহিনী এক বিশেষ স্থান দখল করে আছে। এদের মধ্যে মাইটি মিনোটাউর (mighty Minotaur), দ্য ফ্যাবল সাইক্লোপস (the fabled cyclops), সেন্টারস (centaurs), ট্রলস (trolls), গব্লিনস (goblins), এলভস (elves) রয়েছে যাদের শুধুমাত্র গল্পকথায় পাওয়া যায়।
তবে পৌরাণিক লোককাহিনীর কিছু চরিত্র আছে যারা মানুষের আশেপাশে বসবাস করে। আজ এমন কিছু চরিত্র দৈনিক এইদিনের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে…
জাপানি রূপকথার ‘জাস্কি ওরাস্কি’ (Zashiki Warashi)!
ভূতের বাচ্চা হিসেবে আমরা যেমন একটি ভয়ংকর রূপ কল্পনা করে থাকি তার সম্পূর্ণ’ বিপরীত হচ্ছে ‘জাস্কি ওরাস্কি’। এরা জাপানের মানুষের ঘরে বসবাস করে। ছোট খাটো দুষ্টুমিতে পটু। যে বাড়িতে থাকে সেই পরিবারে ধন সম্পত্তি দিয়ে পরিপূর্ণ করে তুলে। এরা আসলে লজ্জাবনত মুখাকৃতিতে ছোট বাচ্চার বেশে থাকতে পছন্দ করে। এদেরকে শুধুমাত্র বাড়ির মালিক ও শিশুদের সামনে দেখা দেয়!
জাপানের রূপকথা অনুসারে- ‘জাস্কি ওরাস্কি’রা হচ্ছে খুবই বন্ধুত্বপূর্ণ গৃহ দেবতা, যারা সবাইকে খুবই ভালবাসে। এ কারণে এদের সঙ্গ সবাই পছন্দ করে। ঐতিহ্যবাহী জাপানি পোশাক পরিহিত অবস্থায় এরা পরিবারের শোভা বর্ধনের মতো।
কিছু উপহার এবং মিষ্টি ব্যবহার পেলে এরা খেলাধুলা, সংগীত পরিবেশনসহ যে পরিবারে অবস্থান করে সেখানে সমৃদ্ধি আনয়ন করে থাকে। তবে শুধু খেলাধুলা না মাঝে মাঝে এরা বাচ্চাদের সাথে দুষ্টুমিযুক্ত প্রাঙ্ক করে।
কোনো কারণে যদি তারা পরিবার ত্যাগ করে যায় তবে সেই পরিবারের অনিবার্য পতন হবে বলে মনে করা হয়!