খান হাসিব: সারা বিশ্বজুড়ে যেকোনো গল্পের কেন্দ্রবিন্দুতে পৌরাণিক লোককাহিনী এক বিশেষ স্থান দখল করে আছে। এদের মধ্যে মাইটি মিনোটাউর (mighty Minotaur), দ্য ফ্যাবল সাইক্লোপস (the fabled cyclops), সেন্টারস (centaurs), ট্রলস (trolls), গব্লিনস (goblins), এলভস (elves) রয়েছে যাদের শুধুমাত্র গল্পকথায় পাওয়া যায়।
তবে পৌরাণিক লোককাহিনীর কিছু চরিত্র আছে যারা মানুষের আশেপাশে বসবাস করে। আজ এমন কিছু চরিত্র দৈনিক এইদিনের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে…
#আইরিশ রূপকথার ‘বানশি’ (Banshee)!
বানশি হচ্ছে আয়ারল্যান্ডের অন্যতম জনপ্রিয় সংস্কৃতির অংশ। ঐতিহ্যবাহী সুপ্রাচীন আইরিশ লোকগাথা অনুসারে ‘বিলাপ’ (keening) করে ‘বানশি’রা মানুষকে জানিয়ে দেয় যে, অতিদ্রুত তাদের পরিবারের কেউ মারা যাবে। এ কারণে আয়ারল্যান্ডে শোকের সময় বিলাপ করা ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ বলে মনে করা হয়।
এছাড়া কয়েকবছর আগেও বিভিন্ন দেশে মৃতদের বাড়িতে বিলাপের জন্য নারীদের ভাড়া করা হতো। আর এই প্রথা বানশি লোকগাথা থেকে এসেছে। তবে বর্তমানে এই প্রথা বিলুপ্তির পথে চলে এসেছে।
তাদের ভাল উদ্দেশ্য থাকা সত্ত্বেও বানশি দেখে মানুষ ভয় পায়, কারণ তারা দেখতে খুব সুন্দর প্রাণীর মতো নয়! তারা ছায়াময় লম্বা পোশাক পরে শুকনো পুরানো হ্যাগ বা অতিপ্রাকৃতভাবে সুন্দর মহিলা হিসাবে মানুষের সামনে উপস্থিত হতে পারে। তাদের চুল আগুনের লাল বা ফ্যাকাসে সোনালী রঙের হতে পারে যা ‘দাবানলের মতো চকচকে’। এছাড়া বানশির চোখ সর্বদা কান্নার মত কাঁপতে থাকে!
সাধারণত সন্তান জন্ম দেয়ার সময় মারা যাওয়া মায়েরা বানশি’তে পরিণত হয়। তারা বৃদ্ধ, শয্যাশায়ী বা লাল চুলযুক্ত যুবা, কুমারী ও মহিলা রূপে উপস্থিত হতে পারে।
বানশিদের ক্ষেত্রে পুরাতন আইরিশ পুথিতে লেখা আছে, কারো সবচেয়ে আপনজনের মৃত্যু সন্নিকটে চলে আসলে সেই ব্যক্তি বানশিদের বিলাপ শুনতে পায়। এই বিলাপ শোনানোর কারণ হচ্ছে সেই ব্যক্তি যাতে তার প্রিয় মানুষের সাথে শেষ সাক্ষাত বিনিময় করে নিতে পারে!
পর্ব-৫