পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের দিন আজ। দিনটিকে কেন্দ্র করে গোলাপের দাম আকাশছোঁয়া । অন্যদিনে যে গোলাপ বিক্রি হয় পাঁচ টাকায় আজ সেটা বিক্রি হচ্ছে ৫০ টাকাতে। পাচটি গোলাপ আর দুইটি রজনী গন্ধার একটি তোরাকে ১০০ টাকা দাম চাইতে কুণ্ঠা বোধ করছেন না শাহবাগের ফুলের দোকানিরা।
সকালে রাজধানীর শাহবাগে ফুলের বাজার ও খুচরা দোকানগুলোতে খোঁজ নিয়ে গোলাপের এমন দাম দেখা গেলো। দেখা রাজধানীর বড় সবজির আড়ৎ কারওয়ান বাজারেও। রাজধানীর একুশে টিভির সামনে বসেছে ভাসমান ফুলের দোকান। দোকানের টেবিলে চেরি, গাঁদা, জিপসি, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ রংবেরংয়ের ফুলের সমারোহ শাহবাগ মোড়ে। নানান রকমের ফুল দিয়ে বানানো হচ্ছে রিং তোড়া। এই রিং তোড়ার দাম হাকাচ্ছেন ১৫০ টাকা। বসন্তের রঙ হলুদ পাঞ্জাবি, শাড়ি পরে তরুণ-তরুণীরা এই দোকানে ভিড় করছেন।
কারওরান বাজারের এই ফুল বিক্রেতার নাম মাসুম। তার কাছে জানতে চাওয়া হয় ফুল আজ কেমন বিক্রি হচ্ছে? কণ্ঠে কিছুটা হতাশার এনে তিনি বলেন, কই আর বিক্রি হচ্ছে? ক্রেতা কম। করোনার কারণে খুব একটা বের তো হচ্ছে না মানুষ। তাই অন্যান্য বছরের ভালোবাসা দিবসের চেয়ে বিক্রি অর্ধেক বলতে পারেন।
মাসুম জানালেন, দুইদিন আগেও এই গোলাপ ৫ টাকায় বিক্রি করেছেন তারা।আজ সেই গোলাপ বিক্রি করছেন ৪০ থেকে ৫০ টাকায়। আর গ্লাডিওলাস সাদা প্রতি স্টিক ৩০ টাকা, গাঁদা প্রতিটি ৭ থেকে ১০ টাকা, রজনী গন্ধা ২০ টাকা করে বিক্রি হচ্ছে। আর ফুলের রিং এর দাম নেয়া হচ্ছে ৮০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। এই ফুলের রিং বিক্রি বেশি হয় একুশে ফেব্রুয়ারির দিনে।
শাহবাগে গোলাপ কিনতে আসা শিশির আহমেদ বলেন, লাল গোলাপ কিনতে এসেছি আমি। এসে তো অবাক। এ দিনটিতে গোলাপের দাম বাড়বে সেটা জানি। তাই বলে দশগুণ বাড়বে সেটা তো ধারণার বাইরে। দাম শুনে তো গোলাপের কাঁটা বুকের ভেতরে বিধে যাওয়ার মতো অবস্থা।