• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভার ভোট কাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভার ভোট কাল

ডেস্ক রিপোর্ট: চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি)। এ জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে ভিড় করেন রিটার্নিং এবং প্রিসাইডিং কর্মকর্তারা। সেখান থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেন তারা।

এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১৭ জানুয়ারি।

এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স, একশ ৬৭টি র‌্যাবের টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন রয়েছে। এ ছাড়া মাঠে থাকছেন ৫০০ একজন নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ।

এবার ৫৫টি পৌরসভায় মেয়র পদে ২২১ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর