ডেস্ক রিপোর্ট: কখন, কিভাবে ভালোবাসার তীরে বিদ্ধ হয় মানুষ, তা হয়তো কেউই পুরোপুরি বুঝে উঠতে পারেন না। এটা এমন এক অনুভূতি যাকে কোন শর্তে আটকে রাখা যায় না।
কেন মানুষ প্রেমে পরে– যুগে যুগে কবি সাহিত্যিকরা খুঁজেছেন এই প্রশ্নের উত্তর। কিন্তু কোন কূল খুঁজে পাননি কেউই। জীবনে কখনও কারও প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
কিন্তু এই প্রেমের আবির্ভাব কার ক্ষেত্রে কখন ঘটবে এবং সেটা কিভাবে তার কি কোন ধরাবাঁধা নিয়ম আছে? নাই। ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনির জীবনের প্রথম ভালোবাসা কবে এসেছিলো? ভালোবাসা দিবসকে সামনে রেখে এ প্রশ্ন করলে তিনি জানালেন, ‘ক্লাস নাইনে থাকাকালে প্রথম প্রেমের প্রস্তাব পাই।’
পরীমনি তখন পিরোজপুর ভগিরাতপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন পরীমনির নানা। তাই স্কুলে তার দাপটটাও ছিল বেশি।
পরের ঘটনা পরিমনীর মুখেই শোনা যাক , ‘জুলিয়া নামে আমার এক বান্ধবীর কাছে জানতে পারি, পাশের গ্রামের এক ছেলে আমাকে পছন্দ করে। বান্ধবীর মুখে শুনে আমি খেয়াল করে দেখলাম, একটা ছেলে মোটরসাইকেল নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। এভাবে একদিন, দু’দিন করে বেশ কিছুদিন চলে গেল। প্রতিদিন ছেলেটিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওর প্রতি আমার মায়া হলো। সিদ্ধান্ত নিলাম, ছেলেটির সঙ্গে কথা বলব। হঠাৎ একদিন ছেলেটি জুলিয়াকে দিয়ে একটা কার্ড পাঠায়। সেখানে রক্ত দিয়ে লেখা, ”আই লাভ ইউ”।’
চিঠিটি পেয়ে পরীমনির কেমন লেগেছিলো তা জানাতে নারাজ। বলেন, ‘এ অনুভূতি আমার নিজের কাছেই থাক। ভালো লাগার কিছু মুহুর্ত নিজের ভেতর জিইয়ে রাখতে আলাদা আনন্দ আছে। বিরহ বা মজার আনন্দ।’