ব্রাহ্মণবাড়িয়াতে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়শই বড় ধরনের হট্টগোলের সৃষ্টি হয়। এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘরের সামনে থুতু ফেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের হাতে রুহেল নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।
সরাইল থানার এসআই জাকির হোসেন খন্দকার গণমাধ্যমকে জানান, মোগলটুলা গ্রামের রুহেল ফেরিওয়ালার ব্যবসা করতেন। তার সঙ্গে একই বাড়িতে বসবাস করা আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এ নিয়ে রুহেল ও তার মায়ের সঙ্গে কাউসারের বাকবিতণ্ডা হয়।
তিনি আরো জানান, সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুইজন সকালের বিষয় নিয়ে পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর ধারাবাহিকতায় রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রুহেলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে বলে জানান এসআই।