খান হাসিব: সারা বিশ্বজুড়ে যেকোনো গল্পের কেন্দ্রবিন্দুতে পৌরাণিক লোককাহিনী এক বিশেষ স্থান দখল করে আছে। এদের মধ্যে মাইটি মিনোটাউর (mighty Minotaur), দ্য ফ্যাবল সাইক্লোপস (the fabled cyclops), সেন্টারস (centaurs), ট্রলস (trolls), গব্লিনস (goblins), এলভস (elves) রয়েছে যাদের শুধুমাত্র গল্পকথায় পাওয়া যায়।
তবে পৌরাণিক লোককাহিনীর কিছু চরিত্র আছে যারা মানুষের আশেপাশে বসবাস করে। আজ এমন কিছু চরিত্র দৈনিক এইদিনের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে…
#ফ্রেঞ্চ লোককাহিনীর ‘ম্যাটাগট’ (Matagot)!
বিশ্বজুড়ে অনেক কুসংস্কারের সাথে কালো বিড়ালের নাম জড়িয়ে রয়েছে। ইউরোপের কিছু অঞ্চলে কালো বিড়ালকে শুভ লক্ষণের প্রতীক মনে করা হয়। তবে বিশ্বের নানা অঞ্চলে এদের কুলক্ষণের প্রতীক বা মৃত্যুর ঝুঁকি হিসেবে দেখা হয়।
ফ্রেঞ্চ লোকগাথা অনুসারে, ‘ম্যাটাগট’ নামে একটি প্রাণী রয়েছে। ম্যাটাগটেরা সাধারণত একটি বিড়াল, তবে ইঁদুর, শিয়াল, কুকুর বা গরুর ধরণের সঙ্গেও এদের যথেষ্ট মিল রয়েছে। ম্যাটাগটেরা সাধারণত শয়তান, তবে অনেকে এদেরকে ‘জাদুকর বিড়াল’ হিসেবে দেখে। এদেরকে ভাল খাবার দিয়ে তুষ্ট করতে পারলে বাড়িতে বিপুল ধন-সম্পদ নিয়ে আসে।
‘আপনি যদি কোনও ম্যাটাগটকে আপনার বাড়িতে এনে খাবার দিয়ে প্রলুব্ধ করে আটকে রাখতে পারেন, তবে সে আপনার জন্য একটি করে স্বর্ণ মোহরের সঙ্গে নানা সম্পদ এনে বাড়ি ভরিয়ে তুলবে।’
‘এদেরকে তুষ্ট করতে মাছ ও মোরগ দিয়ে প্রলুব্ধ করতে হয়। তবে ম্যাটাগটকে একবার ডেকে আনলে আজীবন তাকে উত্তমরূপে লালন পালন করা লাগে, অন্যথায় তারা পরিবারের সব সদস্যদের মেরে ফেলতে পারে!’