• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

ভক্তদের করোনা টিকা নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানালেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
ভক্তদের করোনা টিকা নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানালেন মাশরাফি

রাজধানী ঢাকাসহ দেশব্যাপি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রথম দিন রোববার টিকা নেন ৩১ হাজার ১৬০ জন।

কর্মসূচির শুরুর দ্বিতীয় দিন সোমবার ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত দুদিনে সারাদেশে ৭৭ হাজার ৬৬৯ জন কোভিড-১৯ টিকা নিয়েছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন ১৫ হাজার ৩৪৯ জন বেশি মানুষ টিকা নিয়েছে।

এই কর্মসূচি নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা বলেছেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সবার টিকা নেয়া উচিত। সোমবার (৮ ফেব্রুয়ারি) ফোনআলাপে তিনি বলেন, আমি নিজেও খুব শিগগিরই ভ্যাকসিন নেবো। আমি আশা করবো দেশের সকল নাগরিক নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ভ্যাকসিন নিবেন। বাংলাদেশ দলের ক্রিকেটার থেকে শুরু করে দেশের সব শ্রেণীর ক্রিকেটাররা পর্যায়ক্রমে ভ্যাকসিন নিবেন। চলতি মাসের শেষ দিকে জাতীয় দল এবং প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ভ্যাকসিন নেবেন বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর