• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

উত্তরহীন ১৪টি প্রশ্ন যেগুলো আপনার মনকে বিভ্রান্ত করবে!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
উত্তরহীন ১৪টি প্রশ্ন যেগুলো আপনার মনকে বিভ্রান্ত করবে!

উত্তরহীন এই প্রশ্নগুলো অবচেতনভাবেই একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এই প্রশ্নগুলোর উত্তর আসলেই কেউ দিতে পারেনি। প্রকৃত জ্ঞানী কেউ এগুলির উত্তর হয়তো জানতেও পারে। তবে উত্তর জানা-অজানা যা হোক না কেনো এই প্রশ্নগুলো আপনার মনকে কিছুটা বিভ্রান্ত করে তুলতে বাধ্য।

এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে আজ তুলে ধরছি…

১. আয়নার প্রকৃত রঙ কি?

আয়নার কি প্রকৃতপক্ষে কোনো রঙ আছে? যাইহোক আয়নার প্রকৃত রঙ সম্পর্কে জানা থাকলে কমেন্টে জানাতে পারেন!

২. আপনি যদি সময় নষ্ট করতে উপভোগ করেন তবে সেই সময়টি কি আসলেই নষ্ট হয়?

মানুষ কিছু না করেই সময়কে উপভোগ করতে পারে, কিন্তু সময় আসলে কি নষ্ট হয়? ব্যক্তিগতভাবে আমার উত্তর হচ্ছে ‘না’!

৩. যদি সবকিছুই যদি সম্ভব হয়, তবে অসম্ভব কোনো কিছু কি সম্ভব?

এটা হতেও পারে আবার না ও হতে পারে, তবে প্রকৃত সত্যি আসলে কে জানে?

৪. একাধিক ব্যক্তিত্বের কেউ যদি নিজেকে হত্যার হুমকি দেয়, তবে কি এটি জিম্মি পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে?

এক্ষেত্রে আমি বলতে পারি এটি জিম্মি পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে না, তবে এটা অবশ্যই ভীতিকর পরিস্থিতি হিসেবে মনে করা যেতে পারে। আসলে কি তাই?

৫. কেউ যদি ইচ্ছাকৃত জীবনে ব্যর্থতা বেছে নেয় তাহলে তাকে কি বলা হবে?

তবে আমার মনে হয়, আপনি জীবনে ব্যর্থ হয়েছেন এবং আপনার ব্যর্থতার চেষ্টা সফল হয়েছে? এটা কি প্রকৃত উত্তর হবে!

৬. একটি বৃহৎ শব্দকে সংক্ষেপে ডাকলে কি তা সঠিক?

৭. বক্সিয়ের রিং সবসময় কেনো চারকোনা আকৃতির হয়!

৮. বৃষ্টির ফোটা (rain drops) এবং তুষারপাতকে (snow falls) আমরা কেনো ভিন্ন নামে ডাকি?

তুষার বৃষ্টির ফোটার চেয়ে ভারী, এটা কি সঠিক উত্তর হয়?

৯. যখন গাড়ি চালানো অবস্থায় কোনো ঠিকানা খুঁজে বের করতে আমরা কেনো মিউজিক বা রেডিওর শব্দ কমিয়ে রাখি?

যদি বলা হয় মনোযোগ আকর্ষণের চেষ্টা তাহলে কি উত্তর ঠিক হবে? তবে সংগীত যদি মনোযোগ নষ্ট করে তাহলে গাড়ি চালানোর সময় আমরা কেনো রেডিও চালাই?

১০. একটি ঘড়িকে ‘সেকেন্ড হ্যান্ড’ বললে ‘থার্ড হ্যান্ড’ বলে কিছু আছে!

সংখ্যার চেয়ে সময় আলাদা হওয়ার সাথে হয়তো এমন ডাকা হয়, আসলে কি তাই!

১১. ট্রাফিক সিগন্যালে বেশি আটকানোর দিনকে ‘রাশ আওয়ার’ বলা হয়?

কারণ প্রত্যেকে নিজের রাতের খাবারের জন্য বাড়িতে ছুটে যেতে চায়, বা তারা রাতের টিভি শো মিস করতে না চাওয়ায় এমন বলা হয়? কিন্তু বাস্তবে কি তাই?

১২. অভিধানে (ডিকশনারি) অভিধান শব্দটি নেই কেনো?

১৩. ইঁদুরের স্বাদযুক্ত বিড়ালের খাবার কেনো নেই!

বিড়ালরা কি আসলেই ইঁদুর খায়? না তারা কি কেবল তাদের খেলনা হিসাবে দেখে?

১৪. মদ কেনার সময় উন্নত বিশ্বে কেনো ড্রাইভিং লাইসেন্স লাগে, যেখানে মদ পানের পর ড্রাইভিং নিষিদ্ধ?

যদিও এই প্রশ্নগুলো নিয়ে অনেক যুক্তি তর্ক করা সম্ভব তবে এইগুলোর উত্তর নিজ থেকে দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি নিশ্চিত আপনাদের অনেকের কাছেও এমন কিছু ধরণের প্রশ্ন রয়েছে, চাইলে আপনারাও সেগুলো আমাদেরকে জানাতে পারেন?


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর