• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

গোলাপ দিয়েই শুরু হোক ভালোবাসার সপ্তাহটি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
গোলাপ দিয়েই শুরু হোক ভালোবাসার সপ্তাহটি

আজ থেকে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ পালন করে শুরু হয় ভ্যালেন্টাইনস উইক।
ভালোবাসার ফুল গোলাপ। ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে প্রয়োজন গোলাপের। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। সে যাই হোক, প্রিয়জনকে গোলাপ উপহার দেয়ার দিন আজই।

এটি সত্য যে আমাদের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোন দিনের প্রয়োজন নেই। তবে এই সপ্তাহটি প্রেমিক/প্রেমিকার জন্য উৎসর্গীকৃত যারা প্রতিদিন তাদের ভালোবাসা প্রদর্শন করতে পারেন না।

গোলাপ ফুলের বিভিন্ন রঙের রয়েছে বিভিন্ন অর্থ। তাই, সঙ্গীকে গোলাপ ফুল উপহার দেয়ার আগেই জেনে নিন কোন রঙের গোলাপের কী অর্থ রয়েছে।

বেগুনি গোলাপ: এই রঙের গোলাপফুলগুলো ‘প্রথম দেখা’ বা ‘প্রথম প্রেমে পড়ার অনূভুতি’ এর প্রতীক।

গোলাপী, হলুদ ও কমলা গোলাপ: এ রঙের গোলাপ গুলো রোমাঞ্চ, শ্রদ্ধা, বন্ধুত্বের প্রতীক।

সাদা গোলাপ: সাদা গোলাপ বিয়ের একটি ঐতিহ্যবাহী অংশ। তাই সাদা গোলাপ দেওয়ার মানে হচ্ছে বিয়ের জন্য প্রোপজ করা!

লাল গোলাপ: লাল গোলাপ সৌন্দর্য, প্রেম ও একে অপরের যত্ন নেয়ার অঙ্গীকারের প্রতীক।

ভ্যালেন্টাইনস উইক এর হিসাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর