স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলার শুরুতে জানা গেলো প্রথম বলেই উইকেট পেয়েছে বাংলাদেশ। তারপর প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে আজ ২৫৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রাকিম কর্নওয়ালের ৩ বলের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ৪৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে এ পর্যন্ত বাংলাদেশের হাতে ২১৮ রানের লিড।
মাঝেমধ্যে ঝুঁকি দেখা গেলেও শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটতে দেননি বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সাদমান একপর্যায়ে গিয়ে গ্যাব্রিয়েলকে আর ঠেকাতে পারেননি। দিনের খেলা শেষ হওয়ার ছয় ওভার আগে গ্যাব্রিয়েলের গা বরাবর উঠে আসা বল খেলতে গিয়ে উইকেটের পেছনে জশুয়া দা সিলভাকে ক্যাচ দেন এ ওপেনার।
আজ তৃতীয় দিনে মোট ১১ উইকেট পড়েছে। ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ১৮৪ রান তুলতে আজ বাকি ৮ উইকেট হারায়। এর মধ্যে অবিশ্বাস্যভাবে শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ৬ রানে, ২৩ বলের ব্যবধানে! আর তামিম ও নাজমুল আউট হয়েছেন তিন বলের ব্যবধানে।
মুশফিক-মুমিনুল ৩৫ বলে ১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করলেও একটি সুযোগ নষ্ট করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা শেষ হওয়ার ২ ওভার আগে কর্নওয়ালের ডেলিভারি মুশফিকের গ্লাভস ছুঁয়ে ধরা পড়ে শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে। মাঠের আম্পায়ার আউটের আবেদনে সাড়া দেননি। ওয়েস্ট ইন্ডিজও রিভিউ নেয়নি!