রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ডোম মুন্না ভগত মৃতদেহের সঙ্গে বিকৃত যৌনাচার ও ধর্ষণের দায় স্বীকার জবানবন্দি দিয়েছে। রোববার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে।
এ ব্যাপারে তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আফসানা আক্তার তিনি বলেন, রিমান্ড শেষে মুন্নাকে শনিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। বিচারক তা রেকর্ড করার আদেশ দেন। এরপর রোববার বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ব্যাপারে তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আফসানা আক্তার তিনি বলেন, রিমান্ড শেষে মুন্নাকে শনিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। বিচারক তা রেকর্ড করার আদেশ দেন। এরপর রোববার বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।