ডেস্ক রিপোর্ট: এই ফেব্রুয়ারি এক মজার ফেব্রুয়ারি। ৮২৩ বছরে এরকম ফেব্রুয়ারি একবারই আসে। সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
গুজবে বলা হচ্ছে, ‘আপনি ভাগ্যবান’। কেন? কারণ এমন একটা ফেব্রুয়ারি মাস আপনি দেখতে যাচ্ছেন যা ইহজীবনে আপনি দেখবেন না, ৮২৩ বছর পর এই মাস ফিরে আসবে। মনে হয়তো কৌতুহল হতে পারে- কেন?
কারণ এই মাসে আছে প্রতিটা দিন চারবার করে। অর্থাৎ শনি চারবার, রোব চারবার, সোম চারবার, মঙ্গল চারবার, বুধ চারবার, বৃহস্পতি চারবার- এভাবে শুক্রও চারবার। যা নাকি আবার ফিরে আসবে ৮২৩ বছর পর। কিন্তু আসলেই কী তাই?
বিষয়টি কিন্তু আসলে এ রকম নয়। আমাদের সামান্য অলসতার সুযোগ নিচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ। এদেরও যাচাই-বাছাই করার সময় নেই। অথচ ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাবে মাত্র ৫ বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে চারটি করে শনি, রোব, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার আসবে।
২০২৩ সাল ২০২৭ ও ২০৩৩ সালের দিকে খেয়াল করলেই আপনার কাছে বিষয়টি খোলাসা হয়ে যাবে।