ডেস্ক রিপোর্টঃ সামিউজ্জামান (২৪) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের ‘রেড রিভার’ নদী থেকে। ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন সামি।
স্থানীয় সময় বুধবারে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সামিউজ্জামানের বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।
পড়ালেখার পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামে একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন। রেড রিভারের কাছেই কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সামি।
উইনিপেগ পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েক দিন খুঁজে তাকে পায়নি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানায়। এর সাত দিন পর রেড রিভার থেকে তার লাশ উদ্ধার করল পুলিশ। লাশটি পুলিশের হেফাজতে আছে। উইনিপেগ পুলিশ সামির মৃত্যুর কোনো কারণ এখনও উল্লেখ করেনি।