• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

ঘন কুয়াশায় দেশের সব বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
ঘন কুয়াশায় দেশের সব বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ - দৈনিক এইদিন

ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর রাত থেকেই বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ রাখা হয়।

এদিকে, ঢাকার শাহজালাল ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় দুইটি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করেছে ।

সকাল ৭টা ২৫ মিনিটে মাসকাট থেকে আসা ইউএস বাংলার বোয়িং ৭৩৭ ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এই বিমানে যাত্রী রয়েছেন ১৩৮ জন। এর ১০ মিনিট পর দুবাই থেকে ২৬২ জন যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটে অবতরণ করতে পারেনি। ফলে চট্টগ্রামে অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুই বিমানবন্দরে কুয়াশা কেটে যাওয়ার পর ৮টা ৫০ মিনিটে সিলেটের এবং ৯টা ৫ মিনিটে ঢাকার ফ্লাইট দুইটি নিজ গন্তব্যে চলে যায়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর