স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামের দিন ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷ ২০২১ আইপিএলে ক্রিকেটার কেনাবেচা হবে ১৮ ফেব্রুয়ারি৷ এবারের নিলামের আসর বসবে চেন্নাইয়ে৷
বুধবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে বিসিসিআই।
গত আইপিএলে করোনা পরিস্থিতির কারণে নিজ দেশ ভারতে অনুষ্ঠিত হয়নি৷ তবে সেপ্টেম্বর-নভম্বেরে সংযুক্ত আরব আমিরশাহীতে বায়ো-বাবলের মধ্যে অনুষ্ঠিতে হয়েছে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ৷ কিন্ত চতুর্দশ আইপিএলের আসর কোথায় বসবে, তা এখনও স্থির করতে পারেনি বিসিসিআই৷
এবার সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের স্কোয়াডে রেখেছে কেবল ১২ খেলোয়াড়।
সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। কোহলির দল ব্যাঙ্গালুরু নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। আর কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।
ধারণা করা হচ্ছে, এবারের নিলাম হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। কেবল একদিনের জন্য হতে পারে এই ইভেন্ট।