স্পোর্টস ডেস্ক: বাইশ গজে শ্রীলংকার বিপক্ষে বল হাতে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ম্যাচটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৩৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ইংলিশ স্পিনারদের তোপে স্বাগতিকরা মুখ থুবড়ে পড়ে। লঙ্কানদের গুটিয়ে দিতে ৪ টি করে উইকেট নিয়ে দারুণ ভুমিকা রাখেন দুই মূল স্পিনার ডম বেস ও জ্যাক লিচ।
এদিন ১ ওভার ৫ বলে কোনো রান না দিয়ে ২ উইকেট শিকার করেছেন জো রুট। এতেই অনন্য রেকর্ডটি গড়েন তিনি।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোন রান না দিয়ে দুই উইকেট নেয়া প্রথম বোলার হিসেবে নাম লিখিয়েছেন রুট। কোন রান না দিয়ে দ্বিতীয়বার ১ বা তার বেশি উইকেট নিয়েছেন ইংলিশ অধিনায়ক।
মাত্র এক রান দিয়ে দুই উইকেট শিকারের কীর্তি আছে বেশ কয়েকজনের। ভারতের সুরেশ রায়না ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান ২০০২ সালে ভারতের বিপক্ষে এক রান খরচায় দুই উইকেট শিকার করেছিলেন।