ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দু’হাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি সেটা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা।
রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন নায়ক রিয়াজ।
চিত্রনায়ক রিয়াজ বলেন, নেত্রী চট্টগ্রামের নগরপিতা হিসেবে আলহাজ্ব রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি রেজাউল করিমের হাত ধরে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এসময় তিনি সবার কাছে রেজাউল করিমের জন্য নৌকা মার্কায় ভোট চান। এসময় প্রচারণায় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, নায়ক ফেরদৌস, শমী কায়সার, তারিন, তানভীর সুইটি, অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ অনেকেই উপস্থিত ছিলেন।