ডেস্ক রিপোর্ট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খলিতাজুরি বিলের মাঝামাঝি গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। নবনির্মিত হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের বিশাল দ্বার উন্মোচন হয়েছে।
ধূ ধূ বিরানভূমির মাঝে প্রায় ১৬৩ একর জায়গায় তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক-সিলেট। বর্ষা এলেই পাহাড়ি ঢলের পানিতে ডুবে থাকে বিলটি। জলজমিনে জেগে থাকে কেবল এই সিটি। ২০ ফুট গভীর বিলের বিশাল অংশ ভরাট করেই তৈরি করা হয় এই পার্ক।
মূল রাস্তার পাশেই লেক। তার উপরে দৃষ্টিনন্দন সেতু। সেতু পেরিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেটের প্রশাসনিক ভবন। তার পাশেই ব্যাংক ভবন। দূর থেকে সফটওয়্যার ভবনটিকে মনে হয় একটা টাওয়ার। নাম সেভেন-ডি। প্রশাসনিক ভবনের পূর্ব দিকে একটি বিশ্ববিদ্যালয় ও পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হবে। থাকবে ডরমিটরিও।
২০১৬ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। এরইমধ্যে প্রকল্পের ৯২ শতাংশ অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে। ব্যয় হচ্ছে মোট ৩৩৬ কোটি টাকা। আশা করা হচ্ছে মার্চের মধ্যে পুরো নির্মাণকাজই শেষ হবে। নিরবছিন্ন বিদ্যুৎ, পানির লাইন ও রাস্তা নির্মাণের কাজ শেষ। গ্যাস লাইন বসানোর কাজ চলছে। থাকবে উচ্চগতির ইন্টারনেটও।
৮টি প্রতিষ্ঠানকে ইন্ডাস্ট্রিয়াল জোন বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি, আরএফল, ব্যাবিলন ইত্যাদি। ৩২ একর জমি বরাদ্দ নিয়েছে সনি। এখানে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। ২০ একর জায়গা নিয়েছে আরএফল। প্রতিষ্ঠানটি সেখানে তাদের ভিশন ব্র্যান্ডের ৬৬টি আইটেম তৈরি করবে। আশা করা যাচ্ছে এই প্রকল্পে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে।
প্রকল্প এলাকায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করা হবে বঙ্গবন্ধু স্মৃতি অঙ্গন। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল থাকবে।