ডেস্ক রিপোর্ট: সীমান্তে আবার সংঘর্ষে জড়িয়েছে ভারত-চীন। ভারতীয় মিডিয়ার বরাতে বিবিসি জানিয়েছে, গত বুধবার বিরোধপূর্ণ সিকিম সীমান্তের নাকু লা এলাকায় ভারত-চীনের সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের সেনাদের আহত হওয়ার কথা জানিয়েছে ভারতীয় মিডিয়া। তবে কোন পক্ষে কতজন আহত হয়েছে তা বলা হয়নি।
ভারতীয় সেনাবাহিনী এই সংঘর্ষের ঘটনাকে ছোটখাটো বিরোধ হিসেবে উল্লেখ করেছে।
ভারত-চীনের সীমান্ত এলাকার বিশাল এলাকা এখনও অমীমাংসিত, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। এখনও সীমান্ত নির্ধারণ হয়নি কয়েক হাজার মাইল। সম্প্রতি এই সীমান্তে বিরোধে জড়িয়ে পড়েছে দেশদুটি।
গত জুনে লাদাখে ভারত-চীনের সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এসময় চীনের সেনা হতাহতের কথা জানা গেলেও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
ভারতীয় মিডিয়া জানিয়েছে, নতুন সংঘর্ষ বাঁধে উত্তর সিকিমের নাকু লা এলাকায়। সিকিমের অবস্থান নেপাল এবং ভুটানের মাঝামাঝি। লাদাখ থেকে ২৫০০ কিলোমিটার পূর্বে রাজ্যটির অবস্থান।
রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় এলাকার ভিতরে চীনের সেনারা ঢুকে পড়ার চেষ্টা করে। এরপর ভারতীয় পক্ষ থেকে বাধা পেয়ে তারা ফিরে যায়। কিছু রিপোর্টে বলা হয়েছে, সংঘর্ষে লাঠি এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কোন গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি উত্তর সিকিমের নাকা লু এলাকায় দুই দেশের সেনাদের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা দুই দেশের সেনাবাহিনীর স্থানীয় কমান্ডাররা সমাধান করে ফেলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যাও লিজিয়ান বলেছেন, চীনের সেনারা সীমান্তে শান্তি বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি ভারতের প্রতি এমন কোন পদক্ষেপ না নিতে আহবান জানান যাতে সীমান্তের পরিস্থিতি ঘোলাটে হয়।
তবে তিনি এঘটনার বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক এক টুইট বার্তায় জানিয়েছেন, সীমান্তে এমন কোণ সংঘর্ষের ঘটনা ঘটেনি।