• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
শংকরপাশায় দুর্ঘটনা: শালা-দুলাভাই নিহত, বাসচালক পলাতক ধানমন্ডিতে শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত চিকিৎসক গ্রেপ্তার ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার গিগাবাইটের এআই এজেন্ট জিম্যাট সহ নতুন প্রজন্মের এআই পিসি উন্মোচন দেশে এইচএমপিভিতে আক্রান্ত প্রথম মৃত্যু, ছিল অন্যান্য জটিলতা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর: মুনাফার হার সর্বোচ্চ ১২.৫৫% ইসরায়েল-হামাস চুক্তি: ছয় সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় ও সেনা প্রত্যাহার শুরু টানা দুই ম্যাচে ৫ গোল: বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে

মানুষ যেন দেশকে পুলিশি রাষ্ট্র মনে না করে: কুষ্টিয়ার এসপিকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
মানুষ যেন দেশকে পুলিশি রাষ্ট্র মনে না করে: কুষ্টিয়ার এসপিকে হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহসিন হাসানের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণের ঘটনায় পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সতর্ক করে হাইকোর্ট বলেছেন, ‘দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না।’

পুলিশ সুপারের প্রতি হাইকোর্ট বলেন, ‘রাষ্ট্রের অঙ্গগুলোর (তিনটি বিভাগ) মধ্যে সমন্বয়সাধন করে কাজ করাকেই দক্ষতা বলে। এমন যাতে না হয়, একটি পুলিশি রাষ্ট্র কায়েম হয়ে গেছে, মানুষ সেই ধারণা করতে পারে। জাতি উৎকণ্ঠিত। এ অবস্থা নিরসনের দায়িত্ব আপনাদেরই। আপনারা অনেক ভালো কাজ করেন। তাই কথায় পটু না হয়ে কর্মে পটু হোন। তাতে উদ্দেশ্যসাধনে আপনি সফল হবেন।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে নাগরিকের সুরক্ষা দেওয়া; সে যে–ই হোক না কেন। কুষ্টিয়ায় যে পরিবেশ বিরাজ করছে, পত্রপত্রিকায় যেভাবে এসেছে, তা যদি বাস্তব চিত্র হয়, এটি হবে ভয়ংকর।

২০ জানুয়ারি আদালতের নির্দেশ অনুসারে আজ সোমবার সকালে এসপি তানভীর আরাফাত উপস্থিত হন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বেলা পৌনে ১১টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী শুনানি চলে। আদালতে আইনজীবীর মাধ্যমে পুলিশের এই কর্মকর্তা নিঃশর্ত ক্ষমার আরজি জানান।

আদালত কুষ্টিয়ার পুলিশ সুপারে উদ্দেশে আরও বলেন, ‘কে কোন দল, মত, আদর্শের উত্তরাধিকার, এটা বিবেচ্য বিষয় আপনার নয়। কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে।’

হাইকোর্ট বলেন, ‘পুলিশ কর্মকর্তা ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনার কার্যক্রমের মাধ্যমে সবকিছুর সমন্বয় সাধন করে কুষ্টিয়ায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবেন, যাতে পুলিশ ভীতিকর না হয়ে বন্ধু হয়। আপনাদের মূলমন্ত্র দুষ্টের দমন শিষ্টের লালন। আপনাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনি রাষ্ট্রপতি পদক পেয়েছেন। এর মর্যাদা রক্ষা করা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।’

আদালতে পুলিশ সুপারের পক্ষে শুনানি করেন মুনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহিরুল ইসলাম।

শুনানিতে এসপির পক্ষে মুনসুরুল হক চৌধুরী বলেন, ‘ঘটনা ঘটে গেছে। সেখানে আমার (এসপির) ভুল হয়েছে স্বীকার করছি। অপরাধ করেছি। অতীতে তাঁর (এসপির) এমন কোনো রেকর্ড নেই। এমন ভুল ভবিষ্যতে হবে না। ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্ক থাকব বলে অঙ্গীকার করছি।’

এসপিকে আদালত অবমাননা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আরজি জানানো হয়। আইনজীবী অনীক আর হক যুব উন্নয়ন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতে আরজি জানান।

শুনানি নিয়ে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। সেই সঙ্গে এই সময় পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান আলীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সুপারকে আপাতত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে এসপি এস এম তানভীর আরাফাতকে তলব করেন হাইকোর্ট। আজ তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

‘এসপির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ বিচারকের’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেওয়া হয়। ওই ঘটনায় তাঁর (এসপি) বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না এবং আদালত অবমাননার জন্য কেন তাঁকে শাস্তি দেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শাতে রুল দিয়েছেন আদালত। এর মধ্যেই ১৮ জানুয়ারি পুলিশের বিশেষ শাখায় (এসবি) একটি গোপনীয় চিঠি পাঠান কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর