বিনোদন ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বরুণ।
জাঁকজমকপূর্ণ পরিবেশেই সম্পন্ন হলো বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ে। করোনা প্রতিরোধে সব রকম সতর্কতা মেনেই নাতাশার গলায় মালা পরালেন বরুণ।
রোববার (২৪ জানুয়ারি) মুম্বাইয়ের আলিবাগের দ্যা ম্যানসন হাউসে অনুষ্ঠিত হয় বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ে।
বিয়ের পিঁড়িতে নাতাশা দালালের হাত ধরে বসে থাকা দুটি ছবি পোস্ট করে বরুন লিখেছেন, সারাজীবনের ভালোবাসা আজ একটি পরিচয় পেল।
জাঁকজমকের সঙ্গেই দীর্ঘদিনের প্রেমিকা বরুণ-নাতাশার বিয়ে হলেও অনুষ্ঠানে ছিল না বিশাল লোকসমাগম। স্বল্প কিছু অতিথিই বিয়েতে আমন্ত্রণ পয়েছেন। আমন্ত্রিতদের জন্যও দেয়া হয়েছিল কঠিন শর্ত। সেই শর্ত মেনেই বিয়ের আসরে এসেছেন অতিথিরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তায় বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বরুণ-নাতাশা। বিয়ের পুরো আয়োজন নজরদারি করা হবে ক্লোজ সার্কিট ক্যামেরায়। প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলিউড পাপারাতজিদের।
আগেই অতিথিদের জানানো হয়েছে, বরুণ-নাতাশার বিয়ের আসরে প্রবেশ করতে হলে তাদের করোনাভাইরাস টেস্টের রিপোর্ট দেখাতে হবে। ওয়েডিং প্ল্যানারের কাছে অতিথিদের কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। গোটা বিয়ের আসর জুড়েই ছিল মাস্ক-স্যানিটাইজারের একাধিক কাউন্টার।