• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

ত্রুটি সারাতে ৩০ লাখ বিক্রিত গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
ত্রুটি সারাতে ৩০ লাখ বিক্রিত গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্বিতীয় বৃহৎ বহুজাতিক মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। প্রতিষ্ঠানটি বিক্রিত ৩০ লাখ গাড়ির ত্রুটি সারাতে ফিরিয়ে নিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, গাড়িগুলোর এয়ারব্যাগ স্ফীত করার যন্ত্রের ত্রুটি সারাতে তাদের মোট ব্যয় হবে ৬শ ১০ মিলিয়ন বা ৬১ কোটি ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা)।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক বিভাগ গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) গাড়ি ফিরিয়ে নেয়ার নির্দেশ দেয়। যদিও ফোর্ড এ কার্যক্রম এড়িয়ে যাওয়ার জোর আবেদন করেছিলো। কিন্তু শুনানিতে হেরে যায় প্রতিষ্ঠানটি।

গাড়িগুলোর ত্রুটিটি খুবই বিরল। কেননা এয়ার ব্যাগের স্ফীত করা বা ফুলানোর সময় ফেটে যায়। এমনকি ছোট ছোট ধাতব টুকরো বা মারাত্মক ধোয়াও এসময় ছড়িয়ে যায়। এসব বিষয় আমলে নিয়ে গাড়ির যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি খাতের ইতিহাসের সবচেয়ে বড় অংকের গাড়ির সংস্কার কার্যক্রম হাতে নেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে মোট ৬ কোটি ৭০ লাখ আর বিশ্বব্যাপী ১৯ টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মোট ১০ কোটি গাড়ির এয়ারব্যাগ স্ফীত করার যন্ত্রের ত্রুটি সংস্কারে ফিরিয়ে নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর