পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়কে ‘মিমস’ (memes) বিষয়ে গবেষণার জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে আমেরিকান সরকার!
২. অসহায় মানুষের পাশে থাকা সংগঠন ‘কার্ডস এইগেনেস্ট হিউম্যানটি’ (Cards Against Humanity) যখন তাদের দাতব্য কাজের জন্য অনুদান পায়, তখন তারা একটি গর্ত খুড়ে ব্ল্যাক ফ্রাইডে উদযাপন করে। বর্তমানে তাদের খোড়া গর্তের পরিমাণ ১ লাখ ছাড়িয়েছে!
৩. মহাকাশে পান করা প্রথম কোনো পানীয় হিসেবে গিনেজ রেকর্ড করেছে কোকাকোলা!
৪. শনি গ্রহে অনেকগুলো ছোট চাঁদ রয়েছে, এর মধ্যে ‘এনসেলাদাস’ (Enceladus) নামে একটি চাঁদ সূর্যের আলোকে ৯০% প্রতিবিম্বিত হয়। যা তুষারের চেয়ে বেশি জ্বলজ্বল করে!
৫. সিম্পসনস (Simpsons) কার্টুনে ঈশ্বরের হাতে পাঁচটি আঙুল দেখানো হয়, তবে অন্য সব চরিত্রের হাতে চারটি আঙুল দেখানো হয়!
৬. ১৯৩৪ সালের একটি আইন অনুযায়ী ভারতে ঘুড়ি উড়ানো অবৈধ!
৭. ১৮৮৫ সালের ১২ জানুয়ারি বিখ্যাত মরিচের সস উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মিঃ পিপার’র প্রথম বোতল আমেরিকাতে বিক্রি করা হয়!
৮. কেএফসি আউটলেটের ‘ফিঙ্গার লিকিন’ গুড’ বানী’টি যখন চীনে অনুবাদ করা হয়েছিলো তখন এর অর্থের কারণে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলও!
চীনা ভাষায় ‘ফিঙ্গার লিকিন’ গুড’ এর অর্থ হচ্ছে ‘আপনার আঙ্গুলগুলি খেয়ে ফেলুন’ (eat your fingers off)!
৯. গরু হার্ট থেকে মস্তিষ্কে রক্ত পাঠাতে যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার চেয়ে দ্বিগুণের বেশি শক্তি ব্যবহার করে জিরাফ হার্ট থেকে মস্তিষ্কে রক্ত পাঠায়!
১০. ১৯৩৫ সালের ২৫ জানুয়ারি বিল বোভারম্যান এবং ফিল নাইট ‘নাইকি’ (Nike) প্রতিষ্ঠা করেছিলেন!
১১. প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তিকে অবশ্যই তার গোলাপি আঙুলটি কেটে ফেলতে হবে বোঝাতে ‘দ্যা পিংকি প্রমিজ’ (Pinky Promise) শব্দটি উদ্ভাবন করা হয়!
১২. স্লাইস রুটি আবিষ্কারের দুই বছরের মধ্যে ‘টেলিভিশন’ আবিষ্কার করা হয়!
১৩. বেশি করে পানিপান ও শরীরে পানি দিয়ে ভিজিয়ে রাখলে মানুষের সাইনাসের সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে, তবে এতে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়!
১৪. সামন্ত যুগে জাপানের আমলারা নিনজাদের আক্রমণ থেকে বাঁচতে চতুষ্পদী মেঝেসহ বাড়ি নির্মাণ করতো!
১৫. ২০১৫ সালে জনপ্রিয় গায়িকা ‘আরিয়ানা গ্র্যান্ডে’ (Ariana Grande) তার ‘ওয়ান লাস্ট টাইম’ গানের মাধ্যমে দুটি শাখায় ‘এমটিভি মিলেনিয়াল অ্যাওয়ার্ডস’ অর্জন করেন।
পুরস্কার দুটি হচ্ছে- ‘গ্লোবাল ইনস্টাগ্রামার অফ দ্য ইয়ার’ (Global Instagrammer of the Year) এবং ‘ইন্টারন্যাশনাল হিট অফ দ্যা ইয়ার’ (International Hit of the Year) পদক!