পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. ৮৫% এর বেশি মানুষের ঘুমন্ত অবস্থায় দেখা স্বপ্ন সত্যি হয় না!
২. আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ক্ষমতায় আসার পর বিমান বাহিনী ও হোয়াইট হাউসে ‘ব্রোকলি’র উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন!
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা কাঠের সজ্জা এবং বরফ দিয়ে তৈরি একটি জাহাজ আবিষ্কার করার চেষ্টা করেছিল, তবে ব্যয় অত্যধিক হওয়ায় ‘প্রজেক্ট হাবাকুক’ নামে এই প্রকল্প বাতিল করা হয়!
৪. যেকোনো প্রাণীর মধ্যে নোনা পানির কুমিরের কামড় দেয়ার শক্তি সবচেয়ে বেশি!
তবে এই কুমিরের মুখ খোলার পেশীগুলি অনেক দুর্বল থাকে, এদের মুখ স্কচ টেপ দিয়ে মাত্র দুই তিন প্যাচ দিলে আর মুখ খুলতে পারে না!
৫. নোবেল জয়ী বিখ্যাত আমেরিকান লেখক ‘জন স্টেইনবেক’ (John Steinbeck) ১৯০২ সালের ২৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারাজীবনে ২৭টি গ্রন্থ রচনা করেছিলেন, এরমধ্যে ‘ইঁদুর ও মানুষ’ (Mice and Men) নামে একটি বইও রয়েছে!
৬. ২০১২ সালে ইংল্যান্ডে ৩৫ টিরও বেশি বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে ভিডিও গেম ‘ফুটবল ম্যানেজার’কে (Football Manager) দায়ী করা হয়!
৬. ইংরেজি ভাষায় মাত্র ১৬ শব্দ আছে যেগুলোতে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন অক্ষর দিয়ে লেখা যায়!
৭. জীবিত থাকাকালীন জন লেনন (John Lennon) সর্বশেষ ছবিটি যে ব্যক্তির সাথে তুলেছিলেন তিনিই ছিলেন তার হত্যাকারী!
৮. মিশরের ফারাও ‘তুতেনখামেন’র বাবা-মা ছিলেন আপন ভাইবোন!
৯. এক বোতল কোকের পিএইচ স্কেল থাকে ২.৮, যা মাত্র চারদিনের মধ্যে একটি লোহার পেরেক দ্রবীভূত করতে পারে!
১০. ৮.৬ ঘনফুট আয়তনের টাইটানিক জাহাজটি তৌরাতে উল্লেখিত নূহের নৌকার চেয়ে প্রায় তিনগুণ বেশি বড় ছিলো!
১১. ১৮৮৯ সালে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়েছিল, সেই একই বছরে অ্যাডলফ হিটলারের জন্ম ও বিখ্যাত বহুজাতিক কোম্পানি ‘নিন্টেন্ডো’ (Nintendo) প্রতিষ্ঠিত হয়েছিলো!
১২. বিশ্বের বৃহত্তম তুষারখণ্ডটি পাওয়া গিয়েছিল ১৮৮৭ সালে, এটি ১৫ ইঞ্চি প্রস্থ এবং ৮ ইঞ্চি পুরু ছিল!
১৩. টাইম ট্রাভেল দেখানোর কারণে হলিউডের বিখ্যাত সিনেমা ‘ব্যাক টু দ্যা ফিউচার’ (Back to the Future) নিষিদ্ধ করেছিল চীন!
১৪. বিশ্বের প্রায় ১৮ গল্ফ কোর্সের পরিচালক ও মালিক হচ্ছেন ‘ডোনাল্ড ট্রাম্প’!
১৫. প্রতি বছরের ১০ জানুয়ারি ‘পিউকুলিয়ার পিপুল ডে’ (অদ্ভুত মানুষ দিবস, Peculiar People Day) হিসেবে পালিত হয়!
আমাদের মধ্যে যারা কিছুটা চঞ্চল, উদ্ভট ও অদ্ভুত তাদেরকে উৎসর্গ করে এই দিনটি পালন করা হয়!