ডেস্ক রিপোর্ট: করোনার ধাক্কা কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। আর সাকিব ফিরলেন নিষেধাজ্ঞা কাটিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে না থেকেও আইসিসির দশকসেরা ওয়ানডে দলে কেন জায়গা করে নিয়েছিলেন নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই যেন তার প্রমাণ দিলেন সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেমেই ফিরেছেন আগের রূপে। ৫ ওভার বল করেই তুলে নিয়েছেন উইন্ডিজ অধিনায়কের উইকেটসহ ৩ উইকেট। সাকিবকে দেখে মনেই হয়নি যে দীর্ঘদিন পরে তিনি খেলায় ফিরলেন।
নিজের প্রথম ওভারে একটুর জন্য মেলেনি উইকেট, পরেরটিতেই সাকিব আল হাসান পেলেন সাফল্য। বোল্ড করে দিলেন আন্দ্রে ম্যাককার্থিকে।
বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে চেয়েছিলেন ম্যাককার্থি। লাইনে যেতে পারেননি, স্টাম্পে আঘাত হানে বল।
৩৪ বলে ১ চারে ১২ রান করেন ম্যাককার্থি। ২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৭/৫। ক্রিজে জেসন মোহাম্মেদের সঙ্গে সঙ্গী কাইল মেয়ার্স।
টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ পাওয়ার প্লেতে বেঁধে রেখেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। ফিরিয়ে দিয়েছে দুই ওপেনারকে।
দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এ পেসারের বলে এলবিডব্লিউ হন সুনিল আমব্রিস। গালিতে ধরা পড়েন জশুয়া ডি সিলভা।
প্রথম ওভারে ছক্কা হজম করা রুবেল হোসেন খুব একটা ভোগাতে পারেননি ব্যাটসম্যানদের। দশম ওভারে প্রথম বল হাতে পান অভিষিক্ত হাসান মাহমুদ। ওয়ানডেতে নিজের প্রথম ওভারে তরুণ এই পেসার দেন ৪ রান।
২৪তম ওভারে ৫ উইকেট খুইয়ে ৭৭ রান করে উইন্ডিজ। এর মধ্যে দুটি নেন মোস্তাফিজ, তিনটি সাকিব।