পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. ১৯৮৬ সালে সহ-পাইলটের সাথে বাজি ধরে বিমানের সব পর্দা বন্ধ করে অন্ধভাবে একটি বিমান অবতরণ করানোর চেষ্টা করেন এক পাইলট, এতে বিমানটি বিধ্বস্ত হয়ে ৯৯ যাত্রীর মধ্যে ৭০ জনই নিহত হয়!
২. লোহার পারমাণবিক নাম্বার হচ্ছে ২৬!
৩. একটি হাঁসের দেহে ২৫ হাজারের বেশি পালক থাকে!
৪. আমেরিকার লুসিয়ানায় খেলনা দাঁত দিয়েও যদি কাউকে কামড় দেয়া হয় তবে সেটা মারাত্মক আক্রমণ হিসেবে গণ্য করা হয়!
৫. মতামত প্রকাশের ভীতিকে ‘অ্যালোডক্সফোবিয়া’ (Allodoxaphobia) বলে!
৬. তাপমাত্রা অন্যের প্রতি আপনার মনোভাবকে প্রভাবিত করতে পারে!
উদাহরণস্বরূপ, যদি আপনি একটি ঠাণ্ডা কফির বিপরীতে একটি গরম কফি ধরে থাকেন তবে অন্যের প্রতি আপনার আরও নিঃস্বার্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে!
৭. পরিসংখ্যানে দেখা গেছে, সারা পৃথিবীতে গৃহপালিত পুরুষ বিড়ালদের কমন নাম ‘টম’ এবং মেয়ে বিড়ালদের কমন নাম ‘কুইন’ এবং ‘মলি’!
৮. প্রখ্যাত আমেরিকান অভিনেতা ‘কার্ট রাসেল’ ‘দ্য হেটফুল এইট’ (The Hateful Eight) সিনেমার শুটিংয়ে গিটার ছুড়ে ভাঙার অভিনয় করতে গিয়ে দুর্ঘটনাক্রমে জাদুঘরে থাকা একটি ১৪৫ বছরের পুরাতন ভাস্কর্য নষ্ট করে ফেলেন, যে ক্ষতি আসলে অপূরণীয়!
৯. বাদামের খোসা দাঁতে লেগে যাওয়ার ভীতিকে ‘আরচিবিউটারোফোবিয়া’ (Arachibutyrophobia) বলে!
১০. এক শ্রেণীর প্রজাপতি (Ladybugs) বিপদে পড়লে হাঁটু থেকে রক্ত ঝরায়!
১১. প্রজাপতিদের কঙ্কাল তাদের দেহের বাহিরের দিকে থাকে, এই অবস্থাকে ‘এক্সোস্কেলটন’ হিসাবে পরিচিত!
১২. ‘পিএনজি’ (PNG) ইমেজ ফাইলের নির্মাতারা এর নাম প্রথমে ‘পিং’ (ping) রেখেছিলেন!
১৩. কুকুরের মানুষের মতো অ্যালার্জি হতে পারে, বিশেষত তারা যখন রেগে থাকে!
কুকুর যদি অ্যালার্জিতে আক্রান্ত হয় তবে এ থেকে মুক্তি পেতে ১ বছরেরও সময় লাগতে পারে!
১৪. প্রত্যেক প্রাণীর প্রতি কিছুটা দয়া দেখিয়ে বিশ্বকে আরও উন্নত স্থান হিসাবে গড়ে তুলতে প্রতি বছরের ১৩ নভেম্বর ‘ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে’ (World Kindness Day) হিসেবে পালন করা হয়!
১৫. ক্লিওপেট্রার সময়ের আগ থেকেই নারীরা মেকআপ ব্যবহার করে আসছিলেন!
এ সময় বেরি ও অন্যান্য ফল ব্যবহার করে তারা মুখের মেকআপ তৈরি করতো!