বিনোদন ডেস্ক: ভারতের পরিচালক সঞ্জয়লীলা বানসালির পরবর্তী সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। পুরোদমে চলছে সিনেমার শুটিংও।
তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। পরে গতকাল (১৭ জানুয়ারি) মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যদিও সারাদিন বিশ্রাম নেওয়ার পর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
আলিয়া ভাট খুবই পেশাদার মানুষ। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার (১৮ জানুয়ারি) ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার শুটিং সেটে যোগ দেন এই অভিনেত্রী। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
শুটিংয়ের ফাঁকে পরিবারসহ রণথম্ভোরে উড়াল দিয়েছেন আলিয়া। শোনা গিয়েছিল, পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বাগদান সম্পন্ন হবে। যদিও শেষ পর্যন্ত বাগদান হয়নি তাদের। বাগদান না হওয়ার খবরটি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রণবীর কাপুরের কাকা রণধীর কাপুর।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাটি মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাইকে নিয়ে। যিনি এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। সিনেমাটিতে আরো অভিনয় করছেন—অজয় দেবগন, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখ।