ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভূখন্ডে চীন গোপনে গ্রাম বানিয়েছে বলে অভিযোগ উঠেছে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) টানাপড়েনের মধ্যেই অরুণাচল প্রদেশের সীমান্তে চীনা আগ্রাসনের অভিযোগ সামনে এলো।
আনন্দবাজার পত্রিকা জানায়, অরুণাচলের উত্তর সুবনসিরি জেলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢুকে চীনা সেনারা একটি গ্রাম তৈরি করে ফেলেছে।
একটি টিভি চ্যানেলের খবরে দাবি করা হয়, তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনা সেনারা। বক্তব্যের সমর্থনে একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছে। ২০২০ সালের ১ নভেম্বর সেই ছবি তোলা হয়েছে বলে দাবি করা হয়।
২০১৯ সালের ২৬ আগস্টের ঠিক একই এলাকার একটি উপগ্রহ ছবিও প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ছবিতে জঙ্গলপূর্ণ নদীর তীরে জনবসতির কোনও চিহ্ন নেই। আড়াই মাস আগে তোলা ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সারি। দাবি করা হয়েছে, ওই এলাকার অবস্থান এলএসির অন্তত সাড়ে ৪ কিলোমিটার ভেতরে, ভারতীয় ভূখণ্ডে।
কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত খবরের সরাসরি বিরোধিতা করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘গত কয়েক বছরে চীন এলএসি বরাবর পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। এ বিষয়ে সাম্প্রতিক কিছু রিপোর্টও এসেছে’।
গত নভেম্বরে অরুণাচলের বিজেপি সাংসদ টাপির অভিযাগ করেছিলেন, আপার সুবনসিরি জেলায় এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে স্থায়ী কাঠামো বানাচ্ছে চীন।
প্রসঙ্গত, নভেম্বরেই ডোকলামের অদূরে ভুটান সীমান্তের দু’কিলোমিটারেরও বেশি ভেতরে এসে ‘পাংদা’ নামে একটি গ্রাম তৈরির অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। যদিও চীনের পররাষ্ট্রমন্ত্রী সেই অভিযোগ অস্বীকার করেছিল।