ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ভারতে সরকারি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পর উত্তর প্রদেশের মরাদাবাদে মাহিপাল সিং নামে ৪৬ বছর বয়সী একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
তবে জেলা মেডিকেল প্রধান কর্মকর্তা জানিয়েছেন, ঐ ব্যক্তির মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই।
নিহত মাহিপাল সিং ছিলেন হাসপাতালের ওয়ার্ড বয়। ওই ব্যক্তির পরিবারের দাবি, মারা যাওয়ার আগে বুকে রক্তজমাট ও শ্বাসকষ্টের কথা জানিয়েছিলেন মাহিপাল।
মরাদাবাদের মেডিকেল প্রধান সাংবাদিকদের বলেছেন, ‘শনিবার দুপুর নাগাদ তাকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর রবিবার তিনি বুকে রক্তজমাট ও শ্বাসকষ্ট অনুভব করেন। আমরা তার মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। আমরা পোস্টমর্টেম করবো। মনে হচ্ছে, এ ঘটনা টিকা দেওয়ার কারণে নয়। তিনি শনিবারও দায়িত্ব পালন করেছিলেন এবং কোনো সমস্যা ছিল না।’
নিহত ঐ ব্যক্তির সন্তান গণমাধ্যমে জানান, টিকা দেওয়ার আগে থেকে তার বাবা হয়তো অসুস্থ ছিলেন, তবে টিকা নেওয়ার পর বেশি করে অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেছেন, ‘আমার বাবা দেড়টা নাগাদ টিকাদান কেন্দ্র ছেড়ে আসেন। আমি তাকে বাড়ি নিয়ে আসি। তিনি কাশছিলেন এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল।’
এই ব্যক্তি আরও জানান, তার বাবার হালকা নিউমোনিয়া, স্বাভাবিক কাশি এবং সর্দি ছিল। কিন্তু বাড়ি আসার পর অবস্থা খারাপ হয়।