পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. মার্কিন যুক্তরাষ্ট্র এবং হাওয়াই দ্বীপের জাতীয় পতাকা হুবহু একই রকম!
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে স্থানীয় জাতীয় পতাকায় ইউনিয়ন জ্যাকের প্রতীক থাকে না, শুধুমাত্র হাওয়াই রাজ্যের পতাকায় রাষ্ট্রীয় পতাকার অনুরূপ ইউনিয়ন জ্যাক সম্বলিত পতাকা টানানো হয়!
২. রেডিও আবিষ্কারের পর ৫০ মিলিয়ন কপি বিক্রি করতে ৩৮ বছর সময় লেগেছিলো, আবার টেলিভিশন আবিষ্কারের পর একই সংখ্যার গ্রাহকের কাছে পৌঁছাতে ১৩ বছর সময় নেয়। তবে আইপড আবিষ্কারের মাত্র ৩ বছরের মধ্যে ৫০ মিলিয়ন কপি বিক্রি হয়!
৩. কোনো সাপের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেও খণ্ডিত মাথার অংশটি ছোবল দিয়ে প্রচুর পরিমাণে বিষ ঢালতে সক্ষম!
৪. সেনাসদস্যরা বাদে অ্যান্ডোরার জনগণের ব্যক্তিগত রাইফেল রাখা বাধ্যতামূলক!
দেশটির আইনে বলা আছে, দেশের প্রয়োজনে যেকোনো মানুষের মাঝে অস্ত্র সরবরাহ করতে পারে!
৫. পোপ ফ্রান্সিস একটি নাইটক্লাবের বাউন্সার হিসেবেও কাজ করেছেন!
৭. সিনেমা ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে ‘কিং কং’র (King Kong) সিক্যুয়েল বানানো হয়!
৮. মানুষের দেহের মাত্র কয়েকটি অঙ্গ ব্যতীত বেশীরভাগ অর্গান সম্পূর্ণরূপে প্রকৃতিতে মিশে যায়!
৯. সবচেয়ে দ্রুতগামী গেম হিসেবে ‘সোনিক দ্য হেজেহগ’ (Sonic the Hedgehog) গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে!
১০. প্রতিদিন মানুষের মুখে ১ থেকে ২ লিটারের (2 to 4 pints) বেশি পরিমাণ লালা উৎপাদন হয়!
১১. পপ ব্যান্ডের মধ্যে প্রথম দল হিসেবে নিজস্ব টুইটার ইমোজি পেয়েছিল প্রখ্যাত কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’ (BTS, Bulletproof Boy Scouts)!
১২. সুপারহিরো চরিত্র ‘গ্রিন ল্যান্টন’ (The Green Lantern) প্রথম পর্দায় আবির্ভাব ঘটে ১৯৪০ সালে, এই মুভিটি সুপারম্যান সিরিজের প্রথম মুভির মাত্র দুই বছর পর বের হয়!
১৩. মানুষের পিচ্ছিল লালাকে থুথুতে পরিণত করে ‘গ্লাইকিং’ (Gleeking) নামক উপাদান!
১৪. বিল গেটসের বাড়ির ডিজাইন ম্যাকিনটোস কম্পিউটারে করা হয়েছিল!
১৫. ১৯৭০ সাল থেকে বিখ্যাত ‘প্লেবয়’ (Playboy) ম্যাগাজিনের ব্রেইল সংস্করণ প্রকাশ করছে, তবে এতে কোনও ছবি অন্তর্ভুক্ত করা হয়নি!