ডেস্ক রিপোর্ট: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যার ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- রিমন, স্বাধীন, জাহিদ ওরফে সবুজ, মাসুম ওরফে জাহাঙ্গীর ও নজু ওরফে রিপন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিল। মাসুম ওরফে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। ২৮ জুন খুলনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করেন। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।
এ মামলায় সাতজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। সর্বশেষ মামলাটি তদন্ত করেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।