আন্তর্জাতিক ডেস্ক: এলন মাস্ককে হটিয়ে আবারো বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার লেনদেনের শেষে আমাজনের শেয়ার দর ১ শতাংশ এবং টেসলারের ২ শতাংশ কমে। এর ফলে পিছিয়ে পড়েছেন টেসলা ও স্পেস এক্সের মালিক এলন মাস্ক।
এর আগে গত বৃহস্পতিবার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনার প্রণোদনা প্যাকেজ প্রস্তাব দেন। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হলেন। আবার সামনে করহার বাড়ানোর একটি সম্ভাবনার কথাও বলা হচ্ছে। এসবেরই প্রভাব পড়েছে আমাজন ও টেসলার শেয়ারদরে।
শেয়ারবাজারের এই হঠাৎ পরিবর্তন বেজোস ছাড়াও আরো অনেক শীর্ষ ধনীর ভাগ্যের চাকায় পরিবর্তন এসেছে। চীনের মা হুয়াতেং, যাকে সবাই পনি মা নামেই চেনেন। টেনসেন্ট হোল্ডিংসের চেয়ারম্যান মা হুয়াতেং দেশটির সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ওয়েইবির মালিক। তার সম্পদ বেড়েছে ৬৬০ কোটি ডলার। ফলে তার এখন মোট সম্পদ দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের জুম ভিডিও কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা এরিক ইউয়ানের সম্পদ বেড়েছে ১৫০ কোটি ডলার। তার সম্পদ বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ কোটি ডলার। এ ছাড়া এয়ারবিএনবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা ব্রায়ান চেসকির সম্পদ ১৪০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। তার মোট সম্পদ এখন ১ হাজার ২৯০ কোটি ডলার। গত এক সপ্তাহে তাদের শেয়ারের দর বেড়েছে ১৩ শতাংশ।