• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০১ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

আকর্ষণীয় কিছু মজাদার তথ্য-২৮

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
আকর্ষণীয় কিছু মজাদার তথ্য-২৮

পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…

১. ক্যালিফোর্নিয়া কারাগারে উদ্দেশ্যমূলকভাবে বায়ু ত্যাগ করলে আপনার ১১ বছর অতিরিক্ত জেল হতে পারে!

২. কলার খোসা ব্যবহার করে চামড়াজাত পণ্য মসৃণ ও ঝকঝকে করা যায়!

প্রথমে কলার খোসা দিয়ে চামড়াজাত পণ্যে ঘষে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে এইগুলো নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে!

৩. পাওয়ারপয়েন্টের অপ্রয়োজনীয় উপস্থাপনার তীব্র একঘেয়েমি সম্পর্কিত একটি শব্দ হচ্ছে, ‘ডেথ বাই পাওয়ারপয়েন্ট’ (Death by PowerPoint)!

৪. পার্টিতে নানারকম খেলা পরিচালিত প্রতিষ্ঠান, ‘কার্ডস এগেইনেস্ট হিউম্যানিটি’ (Cards against Humanity) বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি পুরো দ্বীপ কিনে নিয়েছে! এই দ্বীপের নাম রাখা হয়েছে ‘হাওয়াই-২’ (Hawaii 2)

৫. প্রায় প্রতিটি ব্র্যান্ডের অ্যালকোহলযুক্ত পানীয় উদ্ভিজ্জ উপাদান দিয়ে বানানো হয়!

৬. মাত্র একমাসের জন্য অ্যালকোহল ত্যাগ করলে যকৃতের কার্যকারিতা উন্নত হয়, রক্তচাপ হ্রাস, লিভারের রোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করতে পারে!

৭. ‘সিস্কি টেরিয়ার’ (The Cesky Terrier) হচ্ছে কুকুরের একটি বিরল জাত, সারা বিশ্বে এই প্রজাতির মাত্র ৩৫০টি কুকুর রয়েছে!

৮. পুমা, কোগার এবং পর্বত সিংহ (Puma, cougar, and mountain lion) আসলে একই প্রাণী!

এই প্রাণীর বৈজ্ঞানিক নাম পুমা, তবে এগুলি সাধারণত ‘কোগার’ হিসাবে পরিচিত!

৯. ক্যাটি পেরির জনপ্রিয় গান ‘আই কিসড এ গার্ল’ (I Kissed a Girl) এর মিউজিক ভিডিওতে ‘কেশা’ (Kesha) অতিরিক্ত আর্টিস্ট হিসেবে নেচেছিলেন!

১০. ফিলিপাইনে মসৃণ ও সমানভাবে নারিকেল দ্বিখণ্ডিত করতে পারলে তা সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়!

১১. হিটলারের পছন্দের সুরগুলির (tunes) মধ্যে ‘ভয়ংকর খারাপ নেকড়েকে কে ভয় পায়’ (Who’s Afraid of the Big Bad Wolf?) একটি সুর খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলো!

১২. ‘জেনিফার লোপেজ’ হলেন একমাত্র গায়িকা ও অভিনেত্রী যিনি একই সপ্তাহে সিনেমা ও অ্যালবামের এক নম্বর অবস্থানে ছিলেন!

১৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার পার্ল হারবারে জাপানি নৌবাহিনীর আক্রমণের ফলে ইউএসএস পশ্চিম ভার্জিনিয়ায় তিনজন নাবিক আটকা পড়েছিলো, যাদেরকে উদ্ধার করা যায়নি এবং ১৬ দিন পর তারা মারা যান!

১৪. ‘জ্যাক ড্যানিয়েল’ (Jack Daniel, জনপ্রিয় হুইস্কির প্রতিষ্ঠাতা) একটি সিন্দুকে লাথি মেরে আহত হয়ে মারা যান!

তিনি যখন সিন্দুকটিতে লাথি মারার পর তার পায়ের আঙুল ভেঙে যায়, পরে সংক্রমিত হয়ে রক্তের বিষক্রিয়াতে তাঁর মৃত্যু হয়!

১৫. সারাদিন বিছানায় শুয়ে থাকার অতিরিক্ত ইচ্ছাকে ‘ক্লিনোমেনিয়া’ (Clinomania) বলে!


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর