ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। আজ রোববার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) এই আবেদন জমা দেওয়া হয়।
বিএমআরসিতে ইথিক্যাল ক্লিয়ারেন্সের আবেদন জমা দেন গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ কর্মকর্তারা। প্রায় ১০ হাজার পৃষ্ঠার এই আবেদন জমা দেন তারা।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর গ্লোব বায়োটেককে পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনাভাইরাসের টিকা উৎপাদনের অনুমতি দেয় সরকার। মহামারীর মধ্যে বিশ্বে শতাধিক কোম্পানি ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টায় আছে, সেই দৌঁড়ে থাকা একমাত্র বাংলাদেশি কোম্পানি গ্লোব বায়োটেক।
শুরুতে তাদের ওই টিকার নাম ‘ব্যানকোভিড’ থাকলেও ডিসেম্বরে তা পরিবর্তন করে ‘বঙ্গভ্যাক্স’ রাখা হয়।