• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
১০-১৬ সেপ্টেম্বর দিল্লি ও ঢাকা সফর করবেন ডোনাল্ড লু ফাতিমা তাসনিম আমার পরিবারের কেউ নন: উপদেষ্টা নাহিদ কমলা-ট্রাম্পের বিতর্ক দেখা যাবে এবিসি নিউজ, বিবিসি, সিএনএনে সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী আটক শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন : ড. ইউনূস প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি, যুদ্ধ বাঁধাতে পা‌রি না: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০০ ছাড়িয়েছে জাতীয় স্বার্থরক্ষা করে যে কোন বিনিয়োগকে স্বাগত জানাই: নাহিদ ইসলাম দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক ডিএমপির মিডিয়া শাখার নতুন ডিসি তালেবুর রহমান, ১২ কর্মকর্তাকে পদায়ন

মুচিদের নিয়ে এনএফএস’র বিশেষ নিবেদন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
মুচিদের নিয়ে এনএফএস’র বিশেষ নিবেদন (ভিডিও)

বিনোদন ডেস্ক: কখনো রাস্তার পাশে, আবার কখনো বা ফুটপাথে। কাঠফাটা রোদ কিংবা তুমুল ঝড়-বৃষ্টির মাঝে যে মানুষটি আপনমনে জীর্ণ জুতা মেরামত করেন, তিনিই সবার কাছে ‘মুচি’ নামে পরিচিত। সমাজের এই অবহেলিত শ্রেণির জন্য এবার সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস) নির্মাণ করলো একটি সচেতনতামূলক ভিডিও চিত্র। প্রকাশের পর থেকেই ভিডিও চিত্রটি সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

ইমতিয়াজ মেহেদী হাসানের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে প্রকাশিত ভিডিও চিত্রটির ব্যাপ্তি ১ মিনিট ২০ সেকেন্ড। এই স্বল্প সময়ে নির্মাতা জুতা মেরামত শ্রমিকদের বাস্তব জীবনের দৈন্য গল্প তুলে ধরেছেন।

এ ব্যাপারে নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, নির্মাণ শৈলির মাধ্যমে চেষ্টা করেছি সমাজের অবহেলিত সম্প্রদায়ের গল্প তুলে ধরতে। জানিনা কতটুকু পেরেছি। তবে এতটুকু বলবো, চেষ্টার কোন ঘাটতি ছিল না। এখন যে উদ্দেশ্যে এটি নির্মিত, সেটি পূরণ হলেই নির্মাণ স্বার্থক হবে।

ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির প্রযোজনায় ভিডিও চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদেক ভিস্তি। রাজধানীর মতিঝিল ও পল্টনে এর চিত্রায়ণ করেছেন নয়ন বর্মণ। সম্পাদনা করেছেন সজীব ওমর।

ভিডিও চিত্র নির্মাণের পেছনের গল্প জানালেন সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)’র সভাপতি রাহাহ হুসাইন। তিনি এই প্রতিবেদককে বলেন, আসা-যাওয়ার পথে মুচিদের দুঃখ-দুর্দশা দেখি। নিজের সাধ্যমত সহায়তাও করি। কিন্তু এখানেই তো সমাধান নয়। তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম। যাতে তাদের দুঃখ-দুর্দশা লাঘব হয়, তারা এতটুকু সুখে থাকে-সেই উদ্দেশ্যেই ভিডিও চিত্রটি নির্মাণের উদ্যোগ নিই এবং নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করি। তিনিও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভিডিওটি নির্মাণ করেছেন। যা অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে। আশাকরি, সবার ভিডিও চিত্রটি ভালো লাগবে। ভালো লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার অনুরোধ রইলো।

ভিডিও চিত্রের লিংক


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর