• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

খেলা ছাড়তে চেয়েছিলেন নেইমার!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
খেলা ছাড়তে চেয়েছিলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক: ফুটবলে যেকোনো খেলোয়াড়ের ভালো দিন যেমন আসে, তেমনি খারাপ দিনও আসে। কিন্তু কখনো কখনো মানসিক চাপ এতটাই বাড়তে থাকে যে খেলাটাই ছেড়ে দিতে ইচ্ছে করে অনেক খেলোয়াড়ের। এমনকি শীর্ষ পর্যায়ের ফুটবলারদের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। যেমনটা হয়েছিল নেইমারের ক্ষেত্রে!

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। তবে মানসিকভাবে অনেক শক্ত তিনি। চাপ সামলে নিতে পারেন বলেই ব্রাজিল জাতীয় দল আর ফ্রেঞ্চ ক্লাব পিএসজির ১০ নম্বর জার্সিটা তার হাতে তুলে দেয়া হয়েছে বলে মনে করেন নেইমার।

ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে এমন অভিযোগের যেন অন্ত নেই। অবাঞ্ছিত ডাইভ দিয়ে পেনাল্টি- ফ্রি কিক আদায়ের চেষ্টা করেন। মেসি-রোনালদোর দাপটের যুগে সমীহ আদায়ের চেষ্টা করেন ফুটবল ভক্তদের।

তবে এসব খবরে কি বিচলিত হন না তিনি! সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়ে সবকিছুই কানে যায় তার। তবে নির্লিপ্ত থেকে কতক্ষণ সহ্য করা যায়! নেইমারও পারছিলেন না। হতাশা কুড়ে কুড়ে খাচ্ছিল বর্তমান ব্রাজিল ফুটবলের প্রাণকে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সে হতাশার কথা অকপটে স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘একবার আমার মনে হয়েছিলো, আমি কি খেলাটা খেলে যেতে চাই? বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা নিয়ে বাড়িতে গিয়েছিলাম। ভাবছিলাম, আজকে আমার যা অর্জন, তার পেছনে আমার শ্রমের কথা। ফুটবলের প্রতি ভালোবাসাই আমাকে শান্ত হতে সাহায্য করেছিল। আমাকে বাস্তবে ফিরিয়ে এনেছিল।’

ক্লাব বার্সেলোনা ছেড়ে যখন পিএসজিতে পাড়ি জমান, তখনও কথা হয়েছে। শুধু অর্থের জন্যই নাকি বন্ধু মেসি আর সুয়ারেজকে ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন ট্র্যান্সফার ফি’এর রেকর্ড বয়। ফ্রান্সে হতাশ নেইমার, আবারও পুরনো ঠিকানা স্পেনে ফিরতে যাচ্ছেন- এমন গুঞ্জনও শোনা যায় প্রতি মৌসুমে।
তবে, নেইমার বলছেন ভিন্ন কথা। ভালোই আছেন পিএসজিতে জানিয়ে নেইমার বলেন, ‘আমি চাপ সামলে নিতে পারি। সেজন্যই ব্রাজিল আর পিএসজির ১০ নম্বর জার্সি আমার গায়ে। ব্রাজিল আর পিএসজিকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সৌভাগ্যের। যখনই মাঠে নামি, শতভাগ দেয়ার চেষ্টা করি। কারণ আমার প্রতি মানুষের প্রত্যাশা কতটুকু, তা আমি খুব ভালো করে জানি।’

ইনজুরি নেইমারের নিয়মিত সঙ্গী। সমালোচনার পাশাপাশি যুদ্ধ করতে হয় নানা রকম ইনজুরির সঙ্গে। সে যুদ্ধেও মাঠের মতো লড়তে চান ব্রাজিলিয়ান তারকা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর