আজ ‘কিছু না’দিবস। ইংরেজিতে এই দিনটিকে বলা হয় ‘নাথিং ডে’। মূলত আজকের দিনটি তাদের জন্যই যারা সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই এই দিনটি মূলত কর্মহীন থাকা, অলস সময় কাটানোর জন্য বরাদ্দ। আজকের দিনে কোথাও যাবো না, কোনো কাজ করবো না, সারাদিন অলস হয়ে পড়ে থাকবো এমন মনমানুষিকতার মানুষের জন্য বিশেষ একটি দিন।
‘কিছু না’দিবসটি যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে। দিবসটি উদযাপনে প্রথম প্রস্তাব করেছিলেন আমেরিকান কলাম লেখক হ্যারল্ড কফিন। জানা গেছে, হ্যারল্ড কফিনের একটি সংগঠন ছিল ‘নাথিং অর্গানাইজেশন’ নামে। তারাই এই দিবসটি উদযাপন শুরু করে প্রথম।
কিছু না করার ধারণা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার জন্য হ্যারল্ড কফিন প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠনটি। স্বাভাবিকভাবেই সংগঠনটি কাজের কাজ কিছু করবে তা প্রত্যাশা না করাই ভালো। কিছু করা তো দূরের কথা, এখন পর্যন্ত একটি মিটিংও করতে পারেনি সংগঠনটি।