বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাকে কে না চেনে? ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত দম্পতি তারা। সম্প্রতি তাদের সংসারে নতুন অতিথি এসেছে। এদিকে এরই মধ্যে ভিন্ন একটি কারণে ‘বিরুশকা’ ভাইরাল। একটি প্রিন্ট মিডিয়ার ভুলে জঙ্গি গ্রেফতারের জায়গায় ব্যবহার হয়েছে এই জুটির ছবি।
জম্মু-কাশ্মীরে দুই জইশ-ই-মহম্মদ (JeM) জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই ছিল খবরের হেডলাইন। আর তাতে ব্যবহার করা হয়েছে বিরাট ও আনুশকার ছবি। টুইটারের সর্বত্র ছড়িয়ে পড়েছে ছবিটি। তবে ছবি অনুযায়ী খবরটি ১১ জানুয়ারির। আর তাতে সূত্র হিসেবে সংবাদ সংস্থা এএনআই-কে উদ্ধৃত করা হয়েছে।
এরপর এটি নিয়ে ট্রল শুরু করেছেন নেটিজেনরা। কেউ কেউ মজা করেছে মন্তব্য করেছেন, ‘যিনি এই কাজ করেছেন হয়তো বড় কোনো নেশা করেছিলেন।’ অপর একজন লিখেছেন, ‘এই ধরনের দায়িত্বে থাকা ব্যক্তিদের আরো সতর্ক হওয়া উচিৎ।’ অন্য একজনের ভাষায়, ‘তাড়াহুড়ো করে খবর দিতে গিয়েই এমন ভুল হয়েছে।’
দীর্ঘদিন ডুবে ডুবে জল খাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট-আনুশকা। এরপর গত আগস্টে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়। ১১ জানুয়ারি এই দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে এসেছে। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বিরাট ও আনুশকা।
এদিকে বিরুষ্কার প্রথম সন্তানের মুখ দেখার জন্য অনুরাগীদের উন্মাদনার অন্ত নেই। তারা বলছেন, তৈমুরকে টেক্কা দেওয়ার জন্য আরও একজন এসে গিয়েছেন! আর সেই প্রেক্ষিতেই ভক্তরা তক্কে তক্কে ছিলেন যে, কখন মেয়ের প্রথম ছবি শেয়ার করবেন বিরুষ্কা। এর মাঝেই বিরাটের দাদা বিকাশ কোহলি নেট থেকে ছবি নিয়ে বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানানোয় বিপাকে পড়েছেন। দাবানল গতিতে তা ভাইরাল হয়ে যায়। অতঃপর, বাধ্য হয়েই তাকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানাতে হয় যে, সদ্যোজাতের ওই ছবি আসল নয়, আদতে নেট থেকে নেওয়া।
পাপ্পারাজিদের কাছে তারকাদম্পতির অনুরোধ, তাদের ছবি যত খুশি তোলা হোক না কেন, তবে তাঁদের সন্তানের দিকে যেন ক্যামেরা তাক না করা হয়। এমনকী, সন্তানের ছবি যাতে কেউ না তুলতে পারে, তার জন্য কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে মুম্বইয়ের ক্যান্ডিব্রিজ হাসপাতালে। সূত্রের খবর, অনুষ্কা যে কক্ষে রয়েছেন, তার আশেপাশের ঘরগুলিও খালি রাখা হয়েছে। দেখা করতে দেওয়া হচ্ছে না আত্মীয়-স্বজনদেরও।