স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় দিয়ে শুরু করেছে বসুন্ধরা কিংস। মৌসুমের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে অনেক সুযোগ পেয়েও ফিনিশিংয়ের অভাবে জয় বঞ্চিত হয় বারিধারা।
বুধবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজনের শিষ্যরা। ১৭ মিনিটে একটি গোলের সুযোগও পেয়েছিলেন তারা। সতীর্থের বাড়ানো ক্রস হেড করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেসেরা। তবে দুর্ভাগ্য সেই হেড গোল পোস্টে লেগে ফিরে আসে তার।
তবে ৩৫তম মিনিটে ঠিকই গোলের দেখা পায় বসুন্ধরা। এবার আর ভুল করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরা। পেনাল্টি ডি বক্সের ডানদিক দিয়ে বিশ্বনাথ ঘোষের বাড়িয়ে দেয়া ক্রস উত্তর বারিধারার ডিফেন্ডার হেড করে ফেরানোর চেষ্টা করলেও বল তার মাথায় লেগে চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা বেসেরার কাছে। হেড দিয়ে গোল করেন এই আর্জেন্টাইন।
বিরতির পর ৫৫তম মিনিটে সতীর্থে কাছে থেকে বল পেয়ে যান ইব্রাহিম। গোলরক্ষককে একা পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান বসুন্ধরার এই স্ট্রাইকার। ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বারিধারা। কয়েকটি সুযোগও পান তারা। তবে ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেনি।
ম্যাচের শেষ দিকে বেসেরা একটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন। ফলে ২-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করে বসুন্ধরা।