ডেস্ক রিপোর্ট: গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নওগাঁয় শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। আজ বুধবার তাপমাত্রা আরও কমেছে। আজ নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় জেঁকে বসেছে শীত। কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে জনজীবন।
নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার সকাল ছয়টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল নওগাঁয় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস।তাপমাত্রা রেকর্ড করা হয়।
বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ফেরদৌস মাহমুদ বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়া তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস হওয়ায় গত সোমবার থেকেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে।