পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলও…
১. বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে পৃথিবীর সবচেয়ে বেশি চকোলেট বিক্রয় করা হয়!
এই বিমানবন্দরের দোকানগুলো থেকে প্রতি বছর প্রায় ৪০০ টনের বেশি চকোলেট বিক্রি করা হয়!
২. ‘শনি’ (Saturn) আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলেও এটি গ্রহগুলির মধ্যে সবচেয়ে হালকা!
৩. ‘গ্রাফিকাল ইউজার ইন্টারফেস’ (জিইউআই) এবং মাউসসহ প্রথম বাণিজ্যিক কম্পিউটার হচ্ছে ‘অ্যাপল লিসা’ (The Apple Lisa)!
৪. আপনার দায়িত্ব থাকে সবকিছু পছন্দ করা কিন্তু সেই পছন্দ করা বেশীরভাগ জিনিস যদি বাজে হয়, তখনকার অবস্থাকে বলে ‘জুগজিওয়াং’ (zugzwang)!
৫. কোনও রূপ বিব্রত না হয়েই নিজের নারী সঙ্গীর জন্য কেনাকাটা করার দোকান বোঝাতে বহুল প্রচলিত ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’ (Victoria’s Secret) শব্দটি ব্যবহার করা হয়!
৬. পৃথিবীতে বেজিই হচ্ছে একমাত্র প্রাণী যাদের দেহে সাপের বিষ অকেজো করার সক্ষমতা রয়েছে!
৭. ডিজনি’র বানানো সব সিনেমার মধ্যে (এর মধ্যে খল অভিনেতারা অন্তর্ভুক্ত) ‘মুলান’ (Mulan) এ সবচেয়ে বেশি হত্যাদৃশ্য দেখানো হয়েছে, এছাড়া প্রথম ডিজনি রাজকুমারী হিসেবে ‘মুলান’ অন স্ক্রিনে মানুষ হত্যা করেছে!
৮. গ্রীসের অলিম্পিক স্টেডিয়ামে নারীদের হাই হিল ও লম্বা টুপি পরা নিষিদ্ধ!
৯. সাধারণত বেশিরভাগ ক্যাটফিশ রাতের বেলায় সক্রিয় থাকে, তবে ‘পেপ্পার্ড কোরি ক্যাটফিশ’ (Peppered Cory Catfish) দিনের বেলা বেশি প্রায়ই সক্রিয় থাকে!
১০. ১৭০০ সালের শেষের দিকে এক মহা খাদক ছিলেন যিনি সবসময় ক্ষুধার্ত থাকতেন!
এই মানুষটিকে একবার হাসপাতাল থেকে বের করে দেয়া হয় কারণ কর্তৃপক্ষ ধারনা করেছিলেন যে তিনি নাকি একটি বাচ্চাকে খেয়ে ফেলেছেন!
১১. সারা বিশ্বে থাকা মোট বিশুদ্ধ পানির ১০% রয়েছে উত্তর আমেরিকার ‘লেক সুপিরিয়র’ (Lake Superior) এ!
লেক সুপিরিয়ারটি আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার চেয়ে বড় আর এখানে ২,৯০০ ঘন মাইল পানি মজুদ রয়েছে!
১২. ‘এরোটোম্যানিয়া’ (Erotomania) হচ্ছে এমন একটি মানসিক ব্যাধি যেখানে আক্রান্ত ব্যক্তিদের ধারণা থাকে বিপরীত লিঙ্গের অন্যরা তার প্রেমে পড়েছে!
১৩. ‘হ্যারি বারনেট রেজি’ (Harry Burnett Reese) হচ্ছেন ‘রেজি’স চকোলেটের নির্মাতা। তিনি ছিলেন একটি শিপিং কোম্পানির ফোরম্যান এবং ‘মিল্টন এস হার্শি’ (Milton S. Hershey) দুগ্ধ খামারের মালিক। এছাড়া তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বিখ্যাত চকোলেট কোম্পানি ‘হার্শি’র (Hershey) প্রতিষ্ঠাতা!
১৪. বর্তমানে হাঙরের আক্রমণে মানুষের মৃত্যুর চেয়ে মোবাইলে ‘সেলফি’ তুলতে গিয়ে বেশি মানুষ মারা যাচ্ছে!
জরিপে দেখা গেছে বহুতল ভবনের চুড়া বা উঁচু স্থান থেকে ‘সেলফি’ তুলতে গিয়ে প্রতি বছর কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়!
১৫. গাঁজরে কোনও ফ্যাট নেই!