ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে একটি ভবনে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা প্রসেসিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত জন।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আজ দুপুরে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল (এনসিসি) ব্যাংক ভবনের নিচ তলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা প্রসেসিং সেন্টারে এসি বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত সাত জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে।’